নিজস্ব প্রতিবেদক: আগামী ৭ জানুয়ারি অনুষ্ঠিত হতে যাওয়া দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সবাইকে ভোটকেন্দ্রে গিয়ে যোগ্য ও প্রিয় প্রার্থীকে ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।
আরও পড়ুন: বেনাপোল এক্সপ্রেসসহ ২২ ট্রেন বন্ধ
শুক্রবার (৫ জানুয়ারি) রাতে এক ভিডিও বার্তায় এ আহ্বান জানান তিনি।
এ সময় মন্ত্রী বলেন, আমি আসাদুজ্জামান কামাল স্বরাষ্ট্রমন্ত্রী নির্বাচনের ২ দিন আগে সারা বাংলাদেশের মানুষকে আহ্বান করছি, নির্বাচনে আপনারা যোগ্য ও প্রিয় প্রার্থীকে ভোট দেওয়ার জন্য ভোটকেন্দ্রে যাওয়ার আহ্বান করছি।
আরও পড়ুন: বিএনপির ৪৮ ঘণ্টার হরতাল শুরু
আমরা মনে করি, নির্বাচন-ই একমাত্র পদ্ধতি যে পদ্ধতির মাধ্যমে সরকার ও আপনার নির্বাচিত প্রার্থীকে নির্বাচিত করে আপনার সংসদে দেখতে পাবেন। সে জন্যই আপনার নৈতিক দায়িত্ব আপনার প্রার্থীকে ভোট দিয়ে জয়যুক্ত করুন।
মন্ত্রী আরও বলেন, আপনারা সবাই ভোটকেন্দ্রে যাবেন, আপনার ভোটাধিকার প্রয়োগ করবেন এবং আপনি আপনার নৈতিক দায়িত্বটা সাথে সাথে পালন করবেন।
সান নিউজ/এনজে