নিজস্ব প্রতিবেদক: সাপ্তাহিক ছুটির পরদিন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে সাধারণ ছুটি থাকায় একটানা ৩ দিন ছুটি ভোগ করার সুযোগ পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা।
আরও পড়ুন: ঢাকায় আসছে জাপানে প্রতিনিধিদল
এর আগে গত ২৮ ডিসেম্বর জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারি করা প্রজ্ঞাপনে ভোটগ্রহণের দিন রোববার (৭ জানুয়ারি) সাধারণ ছুটি ঘোষণা করা হয়।
শুক্রবার (৫ জানুয়ারি) এবং শনিবার (৬ জানুয়ারি) সাপ্তাহিক ছুটি। সে হিসেবে নির্বাচনী কাজে জড়িত নন এমন চাকরিজীবীরা টানা ৩ দিন ছুটি কাটাতে পারছেন।
আরও পড়ুন: কমনওয়েলথ-আ.লীগ প্রতিনিধিদের বৈঠক
প্রসঙ্গত, গত ২৪ ডিসেম্বর ইসির উপ-সচিব মো. আতিয়ার রহমান জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিবকে একটি চিঠি পাঠান।
চিঠিতে বলা হয়, আগামী ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে ভোটগ্রহণের দিন রোববার সারা দেশে সাধারণ ছুটি ঘোষণা করা প্রয়োজন।
এ দিন সাধারণ ছুটি ঘোষণা করার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।
আরও পড়ুন: রাজশাহীর ২ ভোটকেন্দ্রে আগুন
এরপর সাধারণ ছুটি ঘোষণা করে জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনেবলা হয়, বাংলাদেশ নির্বাচন কমিশন সচিবালয়ের চাহিদা মোতাবেক দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে ৭ জানুয়ারি সব সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি অফিস/প্রতিষ্ঠান/সংস্থায় কর্মরত কর্মকর্তা/কর্মচারী ও সরকারি, বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক/কর্মকর্তা/কর্মচারীদের ভোটাধিকার প্রয়োগ ও ভোটগ্রহণের সুবিধার্থে সারা দেশে নির্বাচনকালীন সাধারণ ছুটি ঘোষণা করা হলো।
সান নিউজ/এনজে