নিজস্ব প্রতিবেদক: নির্বাচন কমিশনার (ইসি) রাশেদা সুলতানা জানিয়েছেন , যেখানেই অনিয়মের অভিযোগ আসবে সেখানেই আমরা অ্যাকশন নেব।
আরও পড়ুন: সহিংসতা রোধে তৎপর থাকতে হবে
বুধবার (৩ জানুয়ারি) রাজধানীর আগারগাঁওয়ে ইসি ভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
রাশেদা সুলতানা জানান, আমি মনে করি, নির্বাচনের মাঠ আমাদের নিয়ন্ত্রণে আছে। অনিয়ম পেলে আপনারা (সাংবাদিক) ছবি তোলেন, প্রমাণ দেন, সঙ্গে সঙ্গে আমরা অ্যাকশন নেব। যেখানেই অনিয়ম সেখানেই অ্যাকশন। ইতোমধ্যে নানা কারণে প্রার্থিতা বাতিলের মতো ঘটনাও ঘটেছে। আপনারা দেখেছেন এর আগে গাইবান্ধায় আমরা ভোটও বন্ধ করেছি।
তিনি আরও বলেন, আমাদের যত আয়োজন, সব নির্বাচন ঘিরে। তাই নির্বাচনের পরিবেশ সুন্দর রাখতে আজ থেকে সেনাবাহিনীকে নামানো হয়েছে। সেনাবাহিনী নয় শুধু, আমাদের যত বাহিনী আছে এখন সবই সুশৃঙ্খল ও উন্নত হয়েছে।
আরও পড়ুন: ১৮৬ বিদেশিকে পর্যবেক্ষণের অনুমোদন
ভোটের পরিবেশ কেমন হবে, সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে এ নির্বাচন কমিশনার বলেন, ভোট উৎসবমুখর ও সুন্দর হবে, এটা আমি বলতে পারি। ১৯৯৬ সালে একটি গ্রহণযোগ্য নির্বাচন না হওয়ার কারণে সে নির্বাচন নিয়ে বিতর্ক তৈরি হয়েছিল। আমরা এবারের নির্বাচনে কোনো বিতর্ক তৈরি করতে চাই না। আমাদের জনগণ ও আন্তর্জাতিক বিশ্বের কাছে গ্রহণযোগ্য নির্বাচন করতে চাই। নির্বাচন ভালো করা আমাদের নৈতিক দায়িত্ব। মিডিয়া, পত্রিকা দেখে আমার মনে হয়েছে সরকার চাইছে একটা ফ্রি ফেয়ার ইলেকশন হোক।
ভোটকেন্দ্রে ভোটার উপস্থিতি কেমন হবে– সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে রাশেদা জানান, গুরুত্বের সঙ্গে আমরা নিয়েছি ভোটারদের ভোটকেন্দ্রে আনার বিষয়টি। সেজন্য বিভিন্ন মাধ্যমে আমরা প্রচার করে যাচ্ছি। ভোটাররা ভোটকেন্দ্রের প্রাণ, ভোটাররা কেন্দ্রে না গেলে নির্বাচন নিষ্প্রাণ হয়ে যাবে। তবে আমরা আশাবাদী ভোটকেন্দ্রে অনেক ভোটার আসবে।
সান নিউজ/এএ