নিজস্ব প্রতিবেদক: দ্বাদশ জাতীয় নির্বাচনে পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট প্রদান করলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।
আরও পড়ুন: বিকালে প্রধানমন্ত্রীর ভার্চুয়াল জনসভা
বুধবার (৩ জানুয়ারি) বেলা ১১টায় বঙ্গভবনে এই ভোট প্রদান করেন তিনি।
ভোটকেন্দ্রে যেতে অসমর্থ- এমন ৪ ধরনের ভোটাররা ডাকে (পোস্টাল ব্যালটে) ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন। নবম জাতীয় সংসদ নির্বাচন থেকে এ বিধান চালু হয়েছে। নির্বাচন কমিশন থেকে এবারের সংসদ নির্বাচনে পোস্টাল ব্যালটে ভোটদানে উৎসাহিত করতে প্রচারণার উদ্যোগ নেওয়া হয়েছে।
আরও পড়ুন: মাঠে নেমেছে সেনাবাহিনী
আগামী ৭ জানুয়ারি অনুষ্ঠিত হতে চলেছে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন। নির্বাচন অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার লক্ষ্যে স্থানীয় বেসামরিক প্রশাসনকে সহায়তা দিতে বুধবার (৩ জানুয়ারি) থেকে সশস্ত্র বাহিনী মাঠে নামছে।
সান নিউজ/এএ