নিজস্ব প্রতিবেদক: রাজধানীর সায়েন্স ল্যাবরেটরি এলাকায় সুকন্যা টাওয়ারের নিচতলায় অগ্নিকাণ্ড ঘটেছে। এ ঘটনায় ফায়ার সার্ভিসের দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করেছে।
আরও পড়ুন: ঢাবিতে ককটেল বিস্ফোরণ
বুধবার (২৭ ডিসেম্বর) রাতে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাশেদ বিন খালেদ বিষয়টি নিশ্চিত করেছেন।
রাশেদ বিন খালেদ বলেন, সায়েন্স ল্যাবরেটরি এলাকায় রাত ১টার দিকে একটি ভবনের নিচতলায় আগুনের খবর পাওয়া যায়। পরে ফায়ার সার্ভিসের পলাশী ব্যারাকের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে রাত ১টা ২৭ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনে।
আরও পড়ুন: বৈঠকে ইসি-মানবাধিকার কমিশন
প্রত্যক্ষদর্শী ও আইনশৃঙ্খলা রক্ষাকারী সূত্রে জানা যায়, সায়েন্সল্যাব মোড়ের বাম পাশের বসুন্ধরা গলির সুকন্যা টাওয়ারের নিচতলায় একটি দোকানের ভেতরে ফ্রিজে বিস্ফোরণ ঘটে। সেখান থেকেই পরে অগ্নিকাণ্ড ঘটে। তবে ফায়ার সার্ভিসের প্রচেষ্টার কারণে আগুন দ্রুতই নিয়ন্ত্রণে চলে আসে। তবে এ ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি
সান নিউজ/এএন