নিজস্ব প্রতিনিধি: আচরণবিধি ভঙ্গের দায়ে তলবের জবাব দিতে নির্বাচন কমিশনে (ইসি) হাজির হয়েছিলেন বরগুনা-১ আসনের নৌকা প্রতীকের প্রার্থী ধীরেন্দ্রনাথ শম্ভু। শুনানি শেষে অন্যান্য প্রার্থীরা বাইরে এসে সাংবাদিকদের সঙ্গে কথা বললেও তিনি চুপ ছিলেন।
আরও পড়ুন: ইশতেহার সফলভাবে বাস্তবায়ন করেছি
বুধবার (২৭ ডিসেম্বর) বিকেলে রাজধানীর আগারগাঁওয়ে ইসি ভবনে শুনানি শেষে বরগুনা-১ আসনের নৌকা প্রতীকের প্রার্থী ধীরেন্দ্রনাথ শম্ভু কিছু না বলে দ্রুত বেরিয়ে যান।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আচরণবিধি ভঙ্গের দায়ে সোমবার(২৫ ডিসেম্ব ) বরগুনা-১ আসনে নৌকা প্রতীকের প্রার্থী ধীরেন্দ্রনাথ শম্ভুকে তলব করে চিঠি পাঠায় ইসি।
আরও পড়ুন: স্বতন্ত্রী প্রার্থী নির্বাচনে বাধা দেখছি না
আজ বিকেলে আগারগাঁওয়ে নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার সিইসি কাজী হাবিবুল আওয়াল নেতৃত্বাধীন কমিশনে এই শুনানি শুরু হয়। শুনানিতে নৌকার প্রার্থী ধীরেন্দ্রনাথ শম্ভু সশরীরে উপস্থিত হন।
ইসি বলেছেন, গণপ্রতিনিধিত্ব আদেশ অনুযায়ী- তিনি একাধিকবার নির্বাচন পূর্ব অনিয়ম করেছেন এবং আচরণবিধি ভঙ্গ করেছেন। এজন্য নির্বাচনী তদন্ত কমিটি কারণ দর্শাতে তাকে একাধিকবার নোটিশও দিয়েছিলেন।
সান নিউজ/এএন/এএ