স্টাফ রিপোর্টার: বাংলাদেশ সাংবাদিক কল্যাণ পরিষদ (বাসকপ)-এর ৩১ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়েছে।
আরও পড়ুন: হুমকি দেওয়ায় যুবলীগ সদস্যকে শোকজ
এ উপলক্ষে মঙ্গলবার (১৯ ডিসেম্বর) রাজধানীর পুরানা পল্টন এলাকায় সংগঠনের অস্থায়ী কার্যালয়ে এক সাধারণ সভা অনুষ্ঠিত হয়।
বিশিষ্ট সাংবাদিক ও সংগঠক এটিএম মমতাজুল করিমের সভাপতিত্বে ও সাংবাদিক ছালেহ আহমেদের সঞ্চালনায় সভায় অতিথি ছিলেন বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম বাঙ্গালী ও মহিব উল্লাহ শান্তিপুরী।
আরও পড়ুন: হেভিওয়েট-লাইটওয়েট বলে কেউ নেই
সভায় সর্বসম্মতিক্রমে কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির (২০২৪-২৫) জন্য নির্বাচিত নেতৃবৃন্দরা হলেন- এটিএম মমতাজুল করিম-চেয়ারম্যান, মো. কবির আহমেদ-ভাইস চেয়ারম্যান, ফাতেমা বেগম-ভাইস চেয়ারম্যান, মো. খোরশেদ আলম-ভাইস চেয়ারম্যান, ছালেহ আহমেদ-মহাসচিব, মো. আল-আমিন শাওন-অতিরিক্ত মহাসচিব, কে এম নেয়ামুল আহসান-যুগ্ম মহাসচিব, সিরাজুল ইসলাম-যুগ্ম মহাসচিব, মো. ছানাউল্লাহ-যুগ্ম মহাসচিব, ছালদার হোসেন-সাংগঠনিক সচিব, আলী হোসেন-সাংগঠনিক সচিব, মলয় নাথ-সাংগঠনিক সচিব, খন্দকার শাহীন-সাংগঠনিক সচিব, ঝর্না বিশ্বাস-অর্থ সচিব, এ্যাড. আব্দুল হক চাষী-আইন বিষয়ক সচিব, মমতা পারভীন-মহিলা বিষয়ক সচিব, মো. মোসলেহ উদ্দিন-আইটি সচিব, মো. ওবায়েদুর রহমান সাইদ-প্রচার সচিব, মো. শামীম হোসেন-দপ্তর সচিব, মোঃ দেলোয়ার হোসেন-সমাজ কল্যাণ সম্পাদক, আনোয়ার হোসেন মিলন-প্রকাশনা সম্পাদক, হানিফ মাল-সদস্য, মো, মতিউর রহমান-সদস্য, সুমন খান-সদস্য, সোহাগ সরদার-সদস্য, রুবিনা শেখ-সদস্য, শাহারিয়ার হাসান ওয়াহিদ-সদস্য, আশিকুর রহমান-সদস্য, মো. কামাল পারভেজ-সদস্য, দাউদ মো. তুহিন-সদস্য, মীর জাহাঙ্গীর হোসেন-সদস্য। বাংলাদেশ সাংবাদিক কল্যাণ পরিষদ (বাসকপ)-এর নির্বাচন কমিশনার মহিব উল্লাহ শান্তিপুরী এ তথ্য নিশ্চিত করেন।
বাসকপ-এর নবনির্বাচিত নেতৃবৃন্দকে নানান শ্রেণী-পেশার মানুষ শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন। নেতৃবৃন্দ সকলের দোয়া ও আর্শীবাদ কামনা করেছেন।
সান নিউজ/এনজে