নিজস্ব প্রতিবেদক: রাজধানী সোহরাওয়ার্দী উদ্যান গেটের সামনে এবং ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের সিঁড়ির নিচ থেকে অজ্ঞাতপরিচয়ে ২ টি মরদেহ উদ্ধার করা হয়েছে।
আরও পড়ুন: কারচুপি হলে ভোটগ্রহণ বন্ধ
শুক্রবার (২২ ডিসেম্বর) রাত ২ টার দিকে সোহরাওয়ার্দী উদ্যান গেটের সামনে এবং শনিবার (২৩ ডিসেম্বর) সকাল ৮টার দিকে ঢামেক হাসপাতাল থেকে মরদেহ ২ টি উদ্ধার করা হয়।
শাহবাগ থানার উপ-পরিদর্শক (এসআই) নীল কমল বিষয়টি নিশ্চিত করে বলেন, আমরা সংবাদ পেয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় সংলগ্ন সোহরাওয়ার্দী উদ্যান গেটের সামনের ফুটপাতে মরদেহ দেখতে পাই।
নিহতের নাম পরিচয় এখনো জানা যায়নি। তবে তার বয়স ৫০ বছর বলে ধারণা করা হচ্ছে।
আরও পড়ুন: তাপমাত্রা আরও বাড়তে পারে
তিনি আরও বলেন, মরদেহ উদ্ধার করে ঢাকা মেডিকেলে নেওয়া হয়েছে। বিস্তারিত জানার চেষ্টা চলছে। সিআইডি ক্রাইমসিনকে খবর দিয়েছি ফিঙ্গারপ্রিন্টে তার পরিচয় জানা যাবে।
অপরদিকে, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ১০৩ নম্বর ওয়ার্ডের সিঁড়ির নিচ থেকে অজ্ঞাত আরেক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে। তার বয়স আনুমানিক ৪০ বছর হবে।
বিষয়টি নিশ্চিত করেছেন ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া।
আরও পড়ুন: নাশকতা এড়াতে ২ ট্রেন বন্ধ ঘোষণা
তিনি বলেন, সকাল সাড়ে ৮ টার দিকে জানতে পারি ঢাকা মেডিকেলের ১০৩ নম্বর ওয়ার্ডের সিঁড়ির নিচে এক ব্যক্তির মরদেহ পড়ে আছে। পর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।
সান নিউজ/এসকে