নিজস্ব প্রতিবেদক : যারা হরতাল-অবরোধ ডেকেছে তারাই ট্রেনে আগুন দিয়েছে বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার হাবিবুর রহমান।
আরও পড়ুন : নিরাপদ রেল যাত্রার সর্বাত্মক চেষ্টা করছি
মঙ্গলবার (১৯ ডিসেম্বর) দুপুরে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে এসে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, আমি মনে করি যারা অবরোধ-হরতাল দিচ্ছে তারাই এই নাশকতা করেছে। এর আগেও তারা এভাবে ট্রেনে নাশকতা করেছে।
আরও পড়ুন : গাজায় ভবনে হামলা, নিহত ২৯
এদিন ভোর ৫টায় মোহনগঞ্জ এক্সপ্রেস ট্রেনে অগ্নিসংযোগ করে দুর্বৃত্তরা। এতে মা ও শিশুসন্তানসহ ৪ যাত্রী নিহত হয়েছে। তাদের মধ্যে দুজনের পরিচয় পাওয়া গেছে।
তারা হলেন- নাদিয়া আক্তার পপি (৩৫) ও তার শিশুসন্তান ইয়াসিন (৩)।
আরও পড়ুন : মোহনগঞ্জ এক্সপ্রেসে আগুন, নিহত ৪
খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট সকাল পৌনে ৭টার দিকে আগুন নেভায়।
এদিকে মোহনগঞ্জ এক্সপ্রেস ট্রেনের ৩টি বগিতে নাশকতার ঘটনায় ৫ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে রেলপথ মন্ত্রণালয়। কমিটিকে আগামী পাঁচ কর্মদিবসের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে।
সান নিউজ/এমআর