নিজস্ব প্রতিবেদক: রাজধানীর কামরাঙ্গীরচরে বাসার ছাদে পতাকা টানানোর সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক কিশোরের মৃত্যু হয়েছে।
আরও পড়ুন: বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা
শুক্রবার (১৫ ডিসেম্বর) রাত সাড়ে ১১টার দিকে নার্সারি মোর এলাকায় এ ঘটনা ঘটে।
নিহতের নাম মো. সুজন (১৪)। তার গ্রামের বাড়ি বরিশালে। তিনি কামরাঙ্গীরচর নার্সারি মোর ৪ নম্বর গলি এলাকা একটি বাসায় থাকতেন।
নিহতকে নিয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) নিয়ে আসা মো. রাসেল জানান, ওই কিশোর দর্জির কাজ করতো। বিজয় দিবস উপলক্ষে রাতে বাসার ছাদে পতাকা টানানোর সময় বিদ্যুতের লাইনের তারের সাথে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে অচেতন হয়ে পড়ে সে। পরে তাকে উদ্ধার করে ঢামেকে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
আরও পড়ুন: উত্তরা এক্সপ্রেসে দুর্বৃত্তদের আগুন
বিষয়টি নিশ্চিত করেছেন, ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া। তিনি বলেন, মরদেহ হাসপাতালে জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে।
সান নিউজ/এসকে