নিজস্ব প্রতিবেদক: নিরাপদ ট্রেন পরিচালনার জন্য গতি কমিয়ে ঘণ্টায় ৪০-৫০ কিলোমিটারের মধ্যে রেখে ট্রেন চালানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ রেলওয়ে। এতে ট্রেন যাত্রায় বিলম্ব হচ্ছে।
আরও পড়ুন: নন-ক্যাডারে ১৩৪২ পদ রেখে বিজ্ঞপ্তি
বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) বাংলাদেশ রেলওয়ের পূর্বাঞ্চলের সহকারী চিফ অপারেটিং সুপারিনটেনডেন্ট মোহাম্মদ আবু বক্কর সিদ্দিকী স্বাক্ষরিত এক পত্রে বলা হয়, বর্তমান বিরূপ রাজনৈতিক পরিস্থিতিতে নিরাপদ ট্রেন পরিচালনার জন্য পূর্বাঞ্চলের ৯ টি সেকশনে নিয়মিত ট্র্যাক পেট্রোলিং করতে হবে।
এছাড়া রাত্রিকালীন অর্থাৎ রাত ১১ টা থেকে ভোর ৬ টা পর্যন্ত চলাচলরত ট্রেনগুলো নিয়ন্ত্রিত গতিতে (ঘণ্টায় ৪০-৫০ কিলোমিটার) ট্রেন পরিচালনা করতে হবে।
আরও পড়ুন: কমলো চাল-সবজির দাম
সেকশনগুলো হলো- ঢাকা-আখাউড়া, চট্টগ্রাম-কক্সবাজার, চট্টগ্রাম-আখাউড়া, শায়েস্তাগঞ্জ-শ্রীমঙ্গল-সিলেট, ময়মনসিংহ-সম্ভুগঞ্জ, গৌরিপুর-ময়মনসিংহ-শ্যামগঞ্জ, আখাউড়া-ভৈরববাজার, টঙ্গী-ভৈরববাজার এবং জয়দেবপুর-গফরগাঁও।
লোকোমাস্টারা জানিয়েছেন, ঘন কুয়াশা ও ট্র্যাকে ট্রেন নিরাপত্তার জন্য গত কয়েকদিন ধরে ট্রেন চলাচলে বিলম্ব হচ্ছে।
সান নিউজ/এনজে