নিজস্ব প্রতিবেদক : আগামী জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে ১১০ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বদলির জন্য নির্বাচন কমিশনে (ইসি) প্রস্তাব দিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়।
আরও পড়ুন : কাল গোপালগঞ্জ যাচ্ছেন প্রধানমন্ত্রী
বুধবার (৬ ডিসেম্বর) ইসির অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ এ তথ্য জানান।
তিনি বলেন, ১১০ জন ইউএনও বদলির জন্য প্রস্তাব আমাদের কাছে এসেছে। এখনো কমিশন অনুমোদন দেয়নি।
আরও পড়ুন : চবিসাফ’র নির্বাচিত ৭ নেতাকে সংবর্ধনা
এর আগে জনপ্রশাসন মন্ত্রণালয়কে সব ইউএনওদের বদলির জন্য নির্দেশনা দিয়ে প্রস্তাব পাঠানোর জন্য বলে ইসি।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে প্রথম পর্যায়ে দেশের ৮ বিভাগের ৪৭ জন উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) বদলির প্রস্তাবে সম্মতি দেয় নির্বাচন কমিশন (ইসি)।
সান নিউজ/এমআর