নিজস্ব প্রতিবেদক: আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়ন বাতিল ও গ্রহণ নিয়ে রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে প্রার্থীদের আপিল শুরু হয়েছে।
আরও পড়ুন: ঝটিকা মিছিল করে অন্ধকারে
মঙ্গলবার (৫ ডিসেম্বর) আপিলের জন্য মনোনয়নপত্র বাতিল হওয়া প্রার্থীরা ভিড় করছেন আগারগাঁও নির্বাচন কমিশন (ইসি) ভবনে।
৯ ডিসেম্বর পর্যন্ত নির্বাচন কমিশনে আপিলের আবেদন করা যাবে। আর ১০-১৫ ডিসেম্বর আপিল নিষ্পত্তি করবে ইসি। আপিলের মাধ্যমে অনেকে প্রার্থিতা ফিরে পেতে পারেন। ইসির সিদ্ধান্তের বিরুদ্ধে উচ্চ আদালতে যাওয়ারও সুযোগ আছে।
আরও পড়ুন: ১০ ডিসেম্বর সমাবেশ হচ্ছে না
মনোনয়নপত্র বাছাইয়ে মোট ৭৩১ জন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল হয়েছে। বর্তমান সংসদ সদস্যদের কারও-কারও মনোনয়নপত্র বাতিল হয়েছে।
বাছাইয়ে সারা দেশে যত প্রার্থীর মনোনয়নপত্র বাতিল হয়েছে, যাদের অধিকাংশই স্বতন্ত্র প্রার্থী। স্বতন্ত্র প্রার্থীর ক্ষেত্রে ১ শতাংশ ভোটারের সাক্ষর না দেয়া, ঋণ খেলাপি আয়কর রিটার্নে ক্রটির কারণে বেশিভাগ মনোনয়নপত্র বাতিল হয়।
আরও পড়ুন: সোহরাওয়ার্দীর জীবন ও আদর্শ আমাদের প্রেরণা
আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে সারা দেশে প্রার্থীদের জমা দেওয়া মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষ হয়েছে সোমবার (৪ ডিসেম্বর)। সারা দেশে নির্বাচন কমিশন ১৯৮৫ জন প্রার্থীকে বৈধ ঘোষণা করেছে।
সান নিউজ/এসকে