নিজস্ব প্রতিবেদক: রাজধানীর ডেমরা থানার স্টাফ কোয়াটার্স এলাকায় বাস মাইক্রোবাস মুখোমুখি সংঘর্ষে ৫ জন আহত হয়েছেন।
আরও পড়ুন: আজও ঢাকার বায়ু অস্বাস্থ্যকর
মঙ্গলবার (৫ ডিসেম্বর ) ভোর রাতের দিকে মাইক্রোবাসটি বিমানবন্দর থেকে এক সৌদি প্রবাসীকে নিয়ে কুমিল্লা যাওয়ার সময় এই দুর্ঘটনা ঘটে।
আহত অবস্থায় তাদেরকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসা হয়। আহতব্যক্তিরা হলেন- সৌদি প্রবাসী শহীদুল ইসলাম (৪৫), তার ছেলে সাইফুল ইসলাম (২০), ইমরান (৩০), মামুন (২৭) ও মাইক্রোবাস চালক আল-আমিন (৩০)।
আহতদের হাসপাতালে নিয়ে আসা শামীম জানান, আমার ভাই সৌদি আরব থেকে মধ্যরাতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর পৌঁছায়। সেখান থেকে কুমিল্লা যাওয়ার উদ্দেশে মাইক্রোবাসে করে রওনা দিলে, মাইক্রোবাসটি ডেমরার স্টাফ কোয়াটার্স এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি বাসের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে গাড়িতে থাকা ৫জনই আহত হয়। পরে তাদেরকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসা হয়। এদের মধ্যে ৩ জনকে চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে। আমার ভাতিজা সাইফুল ইসলামকে ধানমন্ডির একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে ও চালক আল আমিনকে ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন আছেন।
আরও পড়ুন: দিনাজপুরে বাসে আগুন
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া জানান, ভোর রাতে ডেমরা স্টাফ কোয়ার্টার এলাকায় মাইক্রোবাস ও বাসের সঙ্গে সংঘর্ষে আহত ৫ জনকে জরুরি বিভাগে নিয়ে আসা হয়েছিল। এদের মধ্যে ৩ জনকে চিকিৎসা দিয়েছে ছেড়ে দিয়েছেন চিকিৎসক। ১ জন চিকিৎসাধীন আছেন আর ১ জনকে অন্য বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। এ বিষয়টি ডেমরা থানাকে অবগত করা হয়েছে।
সান নিউজ/এএ