নিজস্ব প্রতিবেদক: ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকার ইশা খাঁ রোডের ২৮/২ নম্বর বাসা থেকে ফাতেমা মীম (১৫) নামের এক গৃহকর্মীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
আরও পড়ুন: সৌদি গেলেন সেনা প্রধান
শনিবার (২৫ নভেম্বর) সকাল প্রায় সাড়ে ৭টার দিকে এ ঘটনা ঘটে।
মীমকে হাসপাতালে নিয়ে আসা ইসরাত জাহান বলেন, ‘সকালে ঘুম থেকে উঠে মেয়ের জন্য দুধ গরম করতে ফাতেমার রুমের দরজায় ডাকাডাকি করি। পরে রুমের ভিতরে গিয়ে দেখতে পাই ফাতেমা ওড়না দিয়ে ফাঁস দিয়ে সিলিং ফ্যানের সাথে ঝুলে রয়েছে। পরে শাহবাগ থানা পুলিশের সহযোগিতায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।’
তিনি আরও বলেন, নিহতের গ্রামের বাড়ি ময়মনসিংহ জেলায়। তিনি আকরাম আলীর মেয়ে।
আরও পড়ুন: সাগরে লঘুচাপ সৃষ্টি হতে পারে
ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া এ মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে।
সান নিউজ/এসকে/এএ