নিজস্ব প্রতিবেদক: টেকনোক্র্যাট কোটার মন্ত্রী এবং প্রধানমন্ত্রীর উপদেষ্টারা মন্ত্রিপরিষদ বিভাগে পদত্যাগপত্র জমা দিয়েছেন। রোববার (১৯ নভেম্বর) পদত্যাগপত্র জমা দেন তারা।
আরও পড়ুন: সাক্ষাৎ শেষে রওশন এরশাদ যা বললেন
এদিন সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার।
এ ব্যাপারে পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামসুল আলম গণমাধ্যমকে বলেন, নিয়মতান্ত্রিকভাবে পদত্যাগ করেছি। প্রধানমন্ত্রীর নির্দেশে টেকনোক্র্যাট প্রতিমন্ত্রী হিসেবে নির্বাচনের আগে পদত্যাগ করতে হয়েছে। এটা নিয়মতান্ত্রিক বিষয়। এর চেয়ে বেশি কিছু এই মুহূর্তে বলতে পারছি না।
আরও পড়ুন: ডিবি পরিচয়ে গ্রেফতার প্রসঙ্গে হারুন
এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, চাঁদপুর-২ আসন থেকে মনোনময়পত্র জমা দেব।
সান নিউজ/টিও