নিজস্ব প্রতিবেদক: আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা হুঁশিয়ারি দিয়ে বলেছেন যারা অগ্নিসন্ত্রাস করে নির্বাচন বানচাল করতে চাইবে, তাদের পরিণতি ভালো হবে না।
আরও পড়ুন: মনোনয়নপত্র সংগ্রহ করলেন প্রধানমন্ত্রী
শনিবার (১৮ নভেম্বর) সকাল ১০টায় আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে মনোনয়নপ ফরম বিক্রি কার্যক্রমের উদ্বোধনে এসে তিনি এই হুঁশিয়ারি দেন।
শেখ হাসিনা জানান, সামনে জাতীয় নির্বাচন। ইতোমধ্যে তফসিলও ঘোষণা হয়ে গেছে। যাদের আত্মবিশ্বাস নেই তারাই মূলত নির্বাচন বানচালের চেষ্টা করছে। নির্বাচন বানচালকারীদের এখনি প্রতিহত করতে হবে।
আরও পড়ুন: গাজায় যুদ্ধাপরাধের তদন্ত চায় ৫ দেশ
তিনি আরও বলেন, আশা করি সবাই নির্বাচনে অংশগ্রহণ করবে। যদি কেউ নির্বাচন বানচাল বা জনগণের অধিকার ক্ষুণ্ণ করে তাদের ছেড়ে দেওয়া হবে না। ভোটের মধ্য দিয়েই সরকার পরিবর্তন হবে। ৮ টি বিভাগে দশটি নির্বাচনী ফরম সংরক্ষণের বুথ তৈরি করে দেওয়া হয়েছে। ঢাকা আর চট্টগ্রামে ২ টি বুথ থাকবে।
তিনি জানান, বোর্ড ও তৃণমূল থেকে মত নিয়ে মনোনয়ন প্রার্থী বাছাই করা হবে। যোগ্য প্রার্থী অনেক, তবে একজনকেই বেছে নিতে হবে। সবাই মিলে ঐক্যবদ্ধ হয়ে মনোনীত প্রার্থীকে জেতাতে কাজ করবে। এদিকে আওয়ামী লীগের পক্ষ থেকে জানানো হয়েছে, ১৮-২১ নভেম্বর মঙ্গলবার পর্যন্ত প্রতিদিন সকাল ১০টা থেকে বিকেল ৪টা দলীয় মনোনয়ন ফরম কেনা ও জমা দেওয়া যাবে।
আরও পড়ুন: রাজধানীতে বিস্ফোরণে দগ্ধ ৭
সশরীরে মনোনয়ন পেতে আগ্রহীদের আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় থেকে প্রশাসনিক বিভাগ অনুযায়ী সুনির্দিষ্ট বুথ থেকে মনোনয়ন ফরম সংগ্রহ এবং জমা দেওয়া যাবে। কেন্দ্রীয় কার্যালয়ের দ্বিতীয় তলায় ঢাকা, ময়মনসিংহ, সিলেট ও চট্টগ্রাম বিভাগ এবং তৃতীয় তলায় রংপুর, রাজশাহী, খুলনা ও বরিশাল বিভাগের মনোনয়ন ফরম বিতরণ করা হবে। কেন্দ্রীয় কার্যালয়ের নিচ তলায় জমা নেওয়া হবে সব বিভাগের মনোনয়ন ফরম।
প্রসঙ্গত, প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল গত ১৫ নভেম্বর সন্ধ্যায় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করেন। তফসিল অনুযায়ী, ২০২৪ সালের ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট অনুষ্ঠিত হবে।
সান নিউজ/এএ