জেলা প্রতিনিধি: পোশাক শ্রমিকদের বেতন বৃদ্ধির চলমান আন্দোলনের মধ্যে দিয়ে আশুলিয়ায় বিক্ষোভ করেছেন বিক্ষুব্ধ শ্রমিকরা। এ সময় সড়ক অবরোধের চেষ্টা করেন তারা।
আরও পড়ুন: ফখরুলের মুক্তি চেয়ে ৬৮ বিশিষ্ট ব্যক্তির বিবৃতি
শুক্রবার (৩ নভেম্বর) সকালে আশুলিয়ার নরসিংহপুর এলাকায় বেশ কয়েকটি কারখানার শ্রমিকরা সড়কে নেমে বিক্ষোভ করেন। এ ঘটনায় পুলিশ কয়েক রাউন্ড টিয়ারশেল নিক্ষেপ করে তাদের ছত্রভঙ্গ করে দেয়।
প্রত্যক্ষদর্শীরা বলেন, সকালে বাইপাইল-আবদুল্লাহপুর সড়কের নরসিংহপুর এলাকার কয়েকটি কারখানার শ্রমিকরা একত্রিত হয়। পরে বাইপাইল-আবদুল্লাহপুর সড়কে নেমে বিক্ষোভ শুরু করে তারা। সড়কে আগুন জ্বালিয়ে সড়ক অবরোধের চেষ্টা করলে পুলিশ টিয়ারশেল নিক্ষেপ করে তাদের ছত্রভঙ্গ করে দেয়।
আরও পড়ুন:
আশুলিয়া শিল্প পুলিশ-১ এর সহকারী পুলিশ সুপার (এএসপি) রাশেদুল ইসলাম বিশ্বাস জানান, আজ সকালের দিকে বাইপাইল-আব্দুল্লাহপুর সড়কের নরসিংহপুর এলাকায় কিছু লোকজন বিক্ষোভ করার চেষ্টা করে। পরিস্থিতি বর্তমানে স্বাভাবিক রয়েছে। বিক্ষোভকারীরা পোশাক শ্রমিক ছিল কি না তা জানা যায়নি।
আশুলিয়া শিল্প পুলিশ-১ এর পুলিশ সুপার সারোয়ার আলম বলেন, আজ পরিস্থিতি ভালো আছে।
সান নিউজ/এএ