মঙ্গলবার, ৮ এপ্রিল ২০২৫
ছবি: সংগৃহীত
জাতীয় প্রকাশিত ১ নভেম্বর ২০২৩ ০৭:৪২
সর্বশেষ আপডেট ১ নভেম্বর ২০২৩ ০৭:৫৬

৩ প্রকল্প উদ্বোধন করলেন হাসিনা-মোদি

নিজস্ব প্রতিবেদক: আজ যৌথভাবে ৩ টি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও প্রতিবেশী দেশ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

আরও পড়ুন: টাকা-পে’র উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

বুধবার (১ নভেম্বর) বেলা সাড়ে ১১ টার দিকে ভার্চুয়ালি এ প্রকল্পগুলোর উদ্বোধন করেন এই দুই সরকারপ্রধান।

এ সময় গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হন শেখ হাসিনা। অন্যদিকে নয়াদিল্লি থেকে যুক্ত হন নরেন্দ্র মোদি।

উদ্বোধন করা প্রকল্পগুলো হলো- আখাউড়া-আগরতলা আন্তঃসীমান্ত রেল সংযোগ, খুলনা-মোংলাবন্দর রেললাইন এবং মৈত্রী সুপার থার্মাল পাওয়ার প্ল্যান্টের দ্বিতীয় ইউনিট।

আরও পড়ুন: যুবদের উন্নয়নে কর্মসূচি বাস্তবায়িত হচ্ছে

এর আগে গতকাল ভারত সরকার জানায়, এ প্রকল্পগুলো ভারতের সহায়তার মাধ্যমে বাস্তবায়িত হয়েছে, যা এ অঞ্চলে সংযোগ এবং জ্বালানি নিরাপত্তা জোরদার করবে।

উল্লেখ্য, ভারত সরকারের ৩৯২ কোটি ৫২ লাখ টাকার অনুদান সহায়তার আওতায় আখাউড়া-আগরতলা আন্তঃসীমান্ত রেল সংযোগ প্রকল্পটি বাস্তবায়িত হয়েছে। রেলপথটি চালুর হলে এ ২ দেশের মধ্যে বাণিজ্যিক প্রসার ঘটবে।

জানা গেছে, প্রকল্পটি উদ্বোধনের পর এ রুটে প্রথমদিকে পণ্যবাহী ট্রেন ও পরবর্তীতে যাত্রীবাহী ট্রেনও চালানো হবে।

আরও পড়ুন: সব রাজনৈতিক দলকে বৈঠকে ডেকেছে ইসি

এছাড়া খুলনা-মোংলাবন্দর রেললাইন প্রকল্পটি ভারত সরকারের ছাড়ের লাইন অব ক্রেডিটের আওতায় ৩৮৮.৯২ মিলিয়ন মার্কিন ডলার ব্যয়ে বাস্তবায়িত হয়েছে। এর মধ্য দিয়ে বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম বন্দর মোংলা ব্রডগেজ রেল নেটওয়ার্কের সাথে যুক্ত হচ্ছে।

অপরদিকে মৈত্রী সুপার থার্মাল বিদ্যুৎ প্রকল্পে ১.৬ বিলিয়ন মার্কিন ডলারের ভারতীয় ঋণ সহায়তার আওতায় বাংলাদেশের খুলনার রামপালে অবস্থিত একটি ১৩২০ মেগাওয়াট সুপার থার্মাল পাওয়ার প্ল্যান্ট প্রকল্প বাস্তবায়িত হয়।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

গাজায় গণহত্যার প্রতিবাদ কর্মসূচিতে সংহতি জানালো মুক্তিজোট

গাজায় গণহত্যার প্রতিবাদে সোমবার (৭ এপ্রিল) বিশ্বব্যাপী হরতাল পালনের আহ্বান জ...

ফিলিস্তিনে গণহত্যার প্রতিবাদে লক্ষ্মীপুরে হরতাল অবরোধ

ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি বাহিনীর চলমান ধ্বংসযজ্ঞ...

মিয়ানমারের দূতসহ ঢাকায় আসছেন মার্কিন ২ কর্মকর্তা

এপ্রিলের মাঝামাঝি সময়ে ঢাকায় আসছেন মার্কিন...

গ্রাহকদের উদ্দেশ্যে বার্তা দিল বাটা

গাজায় ইসরায়েলি বর্বরতার প্রতিবাদে

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা