নিজস্ব প্রতিবেদক: আজ বিজয়া দশমী, শারদীয় দুর্গোৎসবের শেষ দিন। দেবীদূর্গার বিদায়ের এ দিনে মণ্ডপে মণ্ডপে বিষাদের সুর বাজছে। ক্রমশ কমে যাচ্ছে শঙ্খ ও ঢাকের ধ্বনি।
আরও পড়ুন: চট্টগ্রাম-পায়রায় ৭ নম্বর সংকেত
মঙ্গলবার (২৪ অক্টোবর) সকালেই পুরান ঢাকার শাঁখারীবাজার, বাংলাবাজার, ওয়ারী, শিংটোলার পূজা মণ্ডপে চলছে দশমীর পূজা অর্চনা।
এ দিন সকাল ১০ টা থেকে সনাতনী ধর্মাবলম্বীদের ভোগ প্রধান, মন্ত্রপাঠ, সিঁদুর পরিক্রমা, যাত্রা মঙ্গল, সিঁদুর খেলা অনুষ্ঠিত হয়েছে। পূজা অর্চনার পর আত্মীয় স্বজন একে অপরকে শুভেচ্ছা জানাচ্ছেন এবং সবার জন্য মঙ্গল কামনা করছেন।
আরও পড়ুন: ব্রাসেলসের পথে প্রধানমন্ত্রী
আজ শেষবারের মতো ঠাকুর দেখতে মণ্ডপে ভিড় জমাচ্ছেন দেবীর ভক্তরা। আর কিছুক্ষণ পরই বিসর্জন। তাই শেষ মুহূর্তে দেবীদূর্গার প্রতি মঙ্গল কামনায় একটু বেশিই মিনতি জানাচ্ছেন পুণ্যার্থীরা।
শাঁখারী বাজারের নবকল্লোল পূজামণ্ডপের পুরোহিত জয়ন্ত চক্রবর্তী জানান, রীতি অনুযায়ী ৫ দিন ভালো ভাবে পূজার সব কার্যক্রম শেষ করেছি। মাকে আজ বিদায় দেবো।
আরও পড়ুন: হাতিয়ার সঙ্গে দেশের নৌ-যোগাযোগ বন্ধ
তিনি এবার ঘোড়ায় করে স্বর্গ থেকে পৃথিবীতে এসেছেন। ঘোড়ায় করেই স্বর্গে চলে যাবেন। গতবারও তিনি ঘোড়ায় করে মর্তলোকে এসেছিলেন। পরে নৌকায় করে স্বর্গে গেছেন। আজ সকালে দেশের জন্য মঙ্গল কামনায় পূজা হয়েছে।
পূজা মণ্ডপে অজিৎ দে বলেন, আমরা একটা বছর মায়ের জন্য অপেক্ষা করি। মা আসবেন এবং আশীর্বাদ করবেন। তার কাছে নিজেদের জন্য চাইবো। আজ তিনি চলে যাচ্ছেন। অত্যন্ত কষ্টের সাথে বিসর্জন দিতে হবে।
আরও পড়ুন: লক্ষ্মীপুরে প্রস্তত ২৮৫ আশ্রয়কেন্দ্র
এ সময় পুরোহিতকে সাহায্য করছিলেন অর্পনা ঘোষ। তিনি জানান, এবারের পূজা খুব ভালো ভাবে শেষ হয়েছে। প্রতিদিন সবাইকে প্রসাদ বিতরণ করেছি। আজ মা চলে যাবেন। তাই খুব খারাপ লাগছে।
আজ সকাল থেকে অঞ্জলি দিয়েছি। আর মা, দিদি, মাসি মিলে দেবীদূর্গাকে সিঁদুর দিয়েছি ও সিঁদুর খেলেছি। আনন্দও লাগছে, খারাপও লাগছে। দশমীতে বিশেষ করে সবার জন্য পূজা করি, সবার মঙ্গল কামনা করি, শুভেচ্ছা জানাই।
আরও পড়ুন: ২২ মণ্ডপে অর্থ ও উপহার বিতরণ
সমাজ থেকে অশুভ দূর হোক, সবাই যেন ভালো থাকে এবং বাচ্চাদের যেন ভগবান ভালো রাখেন সেই প্রার্থনা করেছি।
আজ দুপুর ১২ টার পর মণ্ডপ থেকে প্রতিমা নামানো কার্যক্রম শুরু হয়। সদরঘাটের বিনাস্মৃতি স্নানঘাটে বিসর্জনের জন্য মঞ্চ প্রস্তুত করা হয়েছে। এ সময় সার্বক্ষণিক দায়িত্বে থাকবে কোতোয়ালি ও সূত্রাপূর থানা পুলিশ।
সান নিউজ/এনজে