নিজস্ব প্রতিবেদক : আগামী বছর ২০২৪ সালের সরকারি ছুটির তালিকা অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। সাধারণ ও নির্বাহী আদেশে ছুটি মিলিয়ে মোট ২২ দিন ছুটি থাকবে।
আরও পড়ুন : বাংলাদেশে সুইস বিনিয়োগের আহ্বান
সোমবার (২৩ অক্টোবর) প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠকে ‘২০২৪ খ্রিস্টাব্দের সরকারি ছুটির তালিকা’ অনুমোদন দেওয়া হয়।
বৈঠক শেষে সচিবালয়ে প্রেস ব্রিফিংয়ে মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন ছুটির তালিকা অনুমোদনের কথা জানান।
আরও পড়ুন : নভেম্বরের দ্বিতীয় সপ্তাহে তফসিল
তিনি বলেন, প্রতি বছরে শেষের দিকে এসে পরবর্তী বছরের ছুটির তালিকা করা হয়। আগামী বছরের ছুটির তালিকা মন্ত্রিসভা অনুমোদন করেছে।
তিনি আরও বলেন, ২০২৪ সালে ২২ দিন সরকারি ছুটি থাকবে। এর মধ্যে দুই দিন শুক্রবারে পড়েছে। ধর্মীয় কারণে ঐচ্ছিক ছুটিও থাকবে।
আরও পড়ুন : বিএসএফের গুলিতে নিহত ১
প্রসঙ্গত, ২০২৩ সালেও সরকারি ছুটি ২২ দিন ছিল। এর মধ্যে ৮ দিন ছিল শুক্র ও শনিবার।
সান নিউজ/এমআর