নিজস্ব প্রতিবেদক: আজ শারদীয় দুর্গাপূজার চতুর্থ দিন মহানবমী। এ দিন বিশেষ কোনো পর্ব না থাকলেও দেবীদুর্গার ‘মহা আরতি’ করা হয়। ১০৮ টি নীলপদ্ম দিয়ে এ পূজা হয়।
আরও পড়ুন: হেমন্তে গ্রাম বাংলার প্রকৃতি
সোমবার (২৩ অক্টোবর) সকালে বিহিতপূজার মধ্য দিয়ে শুরু হয়েছে নবমী পূজা। এ পূজায় বলিদান ও নবমী হোমের রীতি রয়েছে।
আজ বেলা বাড়ার সাথে সাথে মণ্ডপে মণ্ডপে বাড়বে ভিড়। যথারীতি পূজা শেষে থাকবে অঞ্জলি নিবেদন ও প্রসাদ বিতরণ। এরপরই প্রাণের উৎসবে ভক্তদের মাঝে বইবে বিষাদের সুর।
এ দিন দেবীর চরণে ১০৮ টি মাটির প্রদীপ জ্বালিয়ে এবং ১০৮ টি পদ্মফুল নিবেদন করা হয়। পূজার মন্ত্রেও এই বিশেষত্ব উল্লেখ করা হয়।
আরও পড়ুন: সমুদ্রে ১ নম্বর সতর্ক সংকেত বহাল
শ্রী শ্রী চণ্ডী থেকে জানা যায়, দুর্গা রুদ্ররূপ ধারণ করে মহিষাসুর ও তার ৩ যোদ্ধা চণ্ড, মুণ্ড এবং রক্তবিজকে হত্যা করেন।
মূলত সন্ধিপূজার পর থেকেই শুরু হয় মহানবমী। সন্ধিপূজা হয় অষ্টমীর শেষ ২৪ মিনিট ও নবমীর শুরুর প্রথম ২৪ মিনিট জুড়ে। এ সময় দেবী চামুন্ডার পূজা হয়।
নবমীতে দেবীদুর্গার আরাধনার অনেক গুরুত্ব রয়েছে। সারা বছর ধরে যে উৎসবের জন্য অপেক্ষা করা হয়, তার বিদায়ী ঘণ্টা বাজিয়ে দেয় এ নবমী তিথি। এ কারণে নবমী নিশি ধরে রাখতে সবাই আকুতি জানায়।
আরও পড়ুন: পদ্মায় মা ইলিশ রক্ষায় কঠোর অভিযান
এ সময় বাজতে থাকে একটাই সুর, ‘ওরে নবমী-নিশি, না হইও রে অবসান’।
পুরোহিতরা বলেন, নবমীতে ভক্তদের দেওয়া ষোড়শ উপাচারের সাথে ১০৮ টি নীলপদ্মে দেবীদুর্গার পূজা হবে। আজ নীলকণ্ঠ, নীল অপরাজিতা ফুল ও যজ্ঞের মাধ্যমে হবে বিহিতপূজা।
এ দিন যজ্ঞের মাধ্যমে দেবীদুর্গার কাছে আহুতি দেওয়া হবে। ১০৮ টি বেল পাতা, আম কাঠ ও ঘি দিয়ে এ যজ্ঞ করা হবে। মঙ্গলবার (২৪ অক্টোবর) বিজয়া দশমীর দিন বিসর্জনের মধ্য দিয়ে দেবীকে বিদায় জানাবেন সনাতন ধর্মাবলম্বীরা।
সান নিউজ/এনজে