নিজস্ব প্রতিবেদক : সুনির্দিষ্ট অভিযোগ ছাড়া পুলিশ কাউকে গ্রেফতার করছে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।
আরও পড়ুন : শেখ হাসিনার বিকল্প নেই
বৃহস্পতিবার (১৯ অক্টোবর) দুপুরে মাগুরায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।
আসাদুজ্জামান খান কামাল বলেন, বিরোধী দলের নেতাকর্মীদের ওপর ধরপাকড় বেড়েছে, এমন অভিযোগ সত্য নয়। পুলিশের কাছে যাদের নামে অভিযোগ কিংবা ওয়ারেন্ট আছে, পুলিশ তাদেরকেই গ্রেপ্তার করছে। এটা পুলিশের নিয়মিত কাজ।
আরও পড়ুন : আরও ৮ প্রাণহানি, হাসপাতালে ২৩৫০
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আমরা উগ্রবাদ ও সন্ত্রাসবাদ নির্মূল করেছি। ২০১৪ সালের মতো কেউ যদি সন্ত্রাসবাদ করে তাহলে জনগণই জবাব দেবে।
আন্দোলনের সময় পুরানো মামলা হাতিয়ার হিসাবে বিরোধীদলের নেতাকর্মীর ওপর ব্যবহার হচ্ছে কি না এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, প্রশ্নেই আসে না। মামলা মিথ্যা কি না সেটা পুলিশ তদন্ত করে দেখে। আমরা মনে করি ঘটনা ঘটলেই মামলা হয়, না ঘটলে তো মামলা হয় না।
আরও পড়ুন : নির্বাচনে পর্যবেক্ষক পাঠাবে ইইউ
এর আগে, মাগুরা জেলা আওয়ামী লীগ আয়োজিত উন্নয়ন সমাবেশে যোগ দিতে দুপুর আড়াইটার দিকে বাংলাদেশ পুলিশের একটি হেলিকপ্টারে আছাদুজ্জামান স্টেডিয়ামে নামেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। সেখানে স্থানীয় সংসদ সদস্য, জেলা প্রশাসক, পুলিশ সুপার ও জেলা আওয়ামী লীগের পক্ষ থেকে তাকে স্বাগত জানানো হয়।
সান নিউজ/এমআর