নিজস্ব প্রতিবেদক: সিঙ্গাপুরে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের বাইপাস সার্জারি সফলভাবে সম্পন্ন হয়েছে। একইসাথে তার শারীরিক অবস্থার উন্নতি হচ্ছে।
আরও পড়ুন: প্রধানমন্ত্রীর সাথে রোনালদিনহোর সাক্ষাৎ
বুধবার (১৮ অক্টোবর) সন্ধ্যায় বঙ্গভবন সূত্রে এ তথ্য জানা যায়।
এদিন সকালে সিঙ্গাপুরের ন্যাশনাল ইউনিভার্সিটি হাসপাতালের কার্ডিয়াক সার্জন অধ্যাপক ডা. কফিদিস থিওডোরোসের তত্ত্বাবধানে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের বাইপাস সার্জারি করা হয়েছে। বর্তমানে ইনটেনসিভ কেয়ার ইউনিটে ডাক্তারের নিবিড় পরিচর্যায় আছেন তিনি।
আরও পড়ুন: ফিলিস্তিনে ওষুধ পাঠানোর নির্দেশ
নিজের দ্রুত আরোগ্য কামনা করে দেশবাসীসহ সবার দোয়া চেয়েছেন এ রাষ্ট্রপতি।
সান নিউজ/এএ