ছবি: সংগৃহীত
জাতীয়

নির্বাচনে সেনা মোতায়েন করা হবে

নিজস্ব প্রতিবেদক: নির্বাচন কমিশনার (ইসি) মো. আলমগীর বলেছেন, আমাদের আগের সবগুলো জাতীয় নির্বাচনেই সেনাবাহিনী মোতায়েন হয়েছে। এবারও তার ব্যতিক্রম হবে না।

আরও পড়ুন: ঢাকায় আসছেন মার্কিন উপসহকারী মন্ত্রী

রোববার (১৫ অক্টোবর) রাজধানীর নির্বাচন ভবনে সাংবাদিকদের এ কথা জানান তিনি।

ইসি বলেন, জাতীয় নির্বাচনে সশস্ত্র বাহিনীর সদস্যদের মোতায়েন করা হবে। নির্বাচনে তারা স্ট্রাইকিং ফোর্স হিসেবে দায়িত্ব পালন করবে। সেনাবাহিনী তো আমাদের আগের সবগুলো জাতীয় নির্বাচনেই মোতায়েন হয়েছে। এবারও তার ব্যতিক্রম হবে না, প্রধান নির্বাচন কমিশনার সেটিই বলেছেন।

আরও পড়ুন: ঢাকায় আজ বিএনপির যুব সমাবেশ

তিনি বলেন, ২০১৮ সালে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৪ ডিসেম্বর থেকে ২ জানুয়ারি পর্যন্ত সশস্ত্র বাহিনীকে স্ট্রাইকিং ফোর্স হিসেবে মোতায়েন করা হয়েছিল। সে সময় ৩৮৯ টি উপজেলায় সেনাবাহিনীর ৪১৪ প্লাটুন এবং ১৮ টি উপজেলায় নৌবাহিনীর ৪৮ প্লাটুন সদস্য মোতায়েন করা হয়েছিল।

এর আগে ২০১৪ সালে ৫ জানুয়ারির নির্বাচনেও স্ট্রাইকিং ফোর্স হিসেবে সশস্ত্র বাহিনীর ৫০ হাজার সদস্য নিয়োজিত ছিল।

নির্বাচন কমিশনার বলেন, এর আগের ২ নির্বাচনে বেসামরিক প্রশাসনকে সহায়তা দেওয়ার লক্ষ্যে ইন এইড টু সিভিল পাওয়ার আইনের অধীনে সশস্ত্র বাহিনীকে নামানো হয়েছিল। আইনশৃঙ্খলা বাহিনীর অংশ হিসেবে তাদের নিয়োজিত করা হয়েছিল।

আরও পড়ুন: টানা ৩ দিন পর মেট্রোরেল চলাচল শুরু

পরে ২০০৯ সালে আইন সংশোধন করে সশস্ত্র বাহিনীকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী থেকে আলাদা করা হয়।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর কাউকে আগের মামলায় গ্রেফতার করা হলে নির্বাচন কমিশন হস্তক্ষেপ করবে জানিয়ে তিনি বলেন, আমরা পুলিশের দায়িত্ব পালন করি না। বলতে পারব না, মাঠে কী হয়েছে।

নির্বাচন কমিশনার মো. আলমগীর, আমরা যেটা দেখব, সেটা হলো ঐ সময় যেন রাজনৈতিক কোনো মামলা না হয়। যদি দেখি আগে গ্রেফতার করা হয়নি, তপসিল ঘোষণার পর করা হচ্ছে, সেটা আমরা ফলাফলের পর করতে বলব।

আরও পড়ুন: সিঙ্গাপুর গেলেন রাষ্ট্রপতি

প্রধান নির্বাচন কমিশনার জানিয়েছেন, তপসিল ঘোষণার পর আগের মামলায় গ্রেফতার করা যাবে না। যদি গ্রেফতার করতেই হয়, তপসিল ঘোষণার আগে করবেন।

যদি কেউ খুন করে ফেলে, কোন আইনে তাদের আটকাবেন? ভোটের পরিবেশ আছে কি না?- এমন প্রশ্নে তিনি বলেন, সংবিধান অনুযায়ী আমাদের তো সব ঠিকঠাক আছে। সংবিধানে ইসিকে দায়িত্ব দেওয়া আছে, চলমান সংসদের মেয়াদ পূর্তির আগের ৯০ দিনের মধ্যে নির্বাচন করতে হবে।

সে অনুযায়ী, ক্ষণ গণনা করে যাবতীয় কার্যক্রম শেষ করছি। এখন শুধু তপসিল ঘোষণা বাকি। সবাই নির্বাচন চাইছে, ৪৪ টা দলের সবাই নির্বাচনের পক্ষে বলে জানান তিনি।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ঈদের পরে পর্যটন কেন্দ্রের হালহাকিকাত

বিনোদন প্রতিবেদক: রমজান মাসে দেশের পর্যটন কেন্দ্রগুলোতে ছিল প্রায় সুনসান নীরব...

বিমসটেক সম্মেলনের পথে প্রধান উপদেষ্টা

সান ডেস্ক: এশিয়ার শীর্ষ নেতাদের অংশগ্রহণে বিমসটেকের ষষ্ঠ শীর্ষ সম্মেলনে যোগ...

ঈদের পরে পর্যটন কেন্দ্রের হালহাকিকাত

বিনোদন প্রতিবেদক: রমজান মাসে দেশের পর্যটন কেন্দ্রগুলোতে ছিল প্রায় সুনসান নীরব...

বিমসটেক সম্মেলনের পথে প্রধান উপদেষ্টা

সান ডেস্ক: এশিয়ার শীর্ষ নেতাদের অংশগ্রহণে বিমসটেকের ষষ্ঠ শীর্ষ সম্মেলনে যোগ...

সমাজে এখনও ন্যায় প্রতিষ্ঠা করা যায়নি

নিজস্ব প্রতিবেদক: ১৯৭১ সালে স্বাধীনতা যুদ্ধের উদ্দেশ্য ছিল এ...

শপথ নিলেন আপিল বিভাগের দুই বিচারপতি

নিজস্ব প্রতিবেদক: সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতি হিসে...

স্বাধীনতা পুরস্কার তুলে দিলেন ড. ইউনূস

নিজস্ব প্রতিবেদক: অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা