নিজস্ব প্রতিবেদক: আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের জানিয়েছেন শর্ত প্রত্যাহার করলে বিএনপির সঙ্গে সংলাপের বিষয়ে চিন্তা করা হবে।
আরও পড়ুন: ঢাকায় ১ মিনিট শব্দহীন কর্মসূচি পালন
রোববার (১৫ অক্টোবর) দুপুরে সচিবালয়ে এক প্রেস ব্রিফিং সাংবাদিকের তিনি এ কথা বলেন।
মার্কিন প্রাক-নির্বাচন পর্যবেক্ষক দল নির্বাচন সুষ্ঠু নির্বাচনের জন্য অর্থবহ সংলাপসহ ৫টি সুপারিশ করেছে।
এ বিষয়ে প্রশ্ন করলে ওবায়দুল কাদের জানান, সংলাপের চিন্তা করব তখন যখন বিএনপি ৪টি শর্ত প্রত্যাহার করে নেবে। আমাদের কোনো চিন্তা-ভাবনা নেই শর্তযুক্ত সংলাপের বিষয়ে। তারা শর্ত প্রত্যাহার করলে ভেবে দেখবো।
আরও পড়ুন: মিরপুরে স্বেচ্ছাসেবক লীগ নেতা খুন
প্রথম দিকে আওয়ামী লীগ ও বিএনপি দুটি দলের পক্ষ থেকেই বলা হচ্ছিল যে, কোনো সংলাপ হবে না। কিন্তু সম্প্রতি বিএনপির পক্ষ থেকে বলা হয়েছে, বর্তমান সরকারের পদত্যাগ, নিরপেক্ষ নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার গঠন ও খালেদা জিয়াকে মুক্তি দেওয়া হলে তারা সংলাপে বসতে রাজি। ক্ষমতাসীন দল আওয়ামী লীগ শর্তসাপেক্ষে সংলাপে বসতে রাজি নয়।
সান নিউজ/এএ