নিজস্ব প্রতিবেদক: প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমন্ত্রণে নৈশভোজে অংশ নিয়েছেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বায়োপিক 'মুজিব: একটি জাতির রূপকার' চলচ্চিত্রের শিল্পী ও কলাকুশলীরা।
আরও পড়ুন: মানসম্পন্ন পণ্য উৎপাদনের বিকল্প নেই
শুক্রবার (১৩ অক্টোবর) রাতে প্রধানমন্ত্রীর বাসভবন গণভবনে এ নৈশভোজ অনুষ্ঠিত হয়। এ সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার বোন শেখ রেহানা নৈশভোজে আসা শিল্পী ও কলাকুশলীদের সাথে কুশল বিনিময় ও শুভেচ্ছা স্মারক তুলে দেন।
গণমাধ্যমকে প্রধানমন্ত্রীর উপপ্রেস সচিব কে এম সাখাওয়াত মুন জানান, আগামীতেও এ ধরনের চলচিত্র নির্মাণের জন্য সংশ্লিষ্টদের তাগিদ দেন প্রধানমন্ত্রী, যাতে নতুন প্রজন্ম এ দেশের ইতিহাস সঠিকভাবে জানতে পারে।
আরও পড়ুন: কুড়িগ্রামের সাথে রেল যোগাযোগ বন্ধ
সেই সাথে সারা দেশের জেলাগুলোতে যেসব সিনেমা হল বন্ধ রয়েছে, সেগুলো সংস্কার করে পুনরায় চালু করতে সংশ্লিষ্টদের নির্দেশ দেন তিনি।
প্রসঙ্গত, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবন ও রাজনৈতিক ঘটনাবলী চিত্রিত করে ‘মুজিব: একটি জাতির রূপকার’ বায়োপিক পরিচালনা করেছেন ভারতের প্রখ্যাত চলচ্চিত্র নির্মতা শ্যাম বেনেগাল। ভারত এবং বাংলাদেশের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় যৌথভাবে ছবিটি নির্মাণ করেছে।
আরও পড়ুন: রাজধানীতে ফিলিস্তিনের পক্ষে বিক্ষোভ
বৃহস্পতিবার (১২ অক্টোবর) রাজধানীর আগারগাঁও ফিল্ম আর্কাইভে প্রধানমন্ত্রী শেখ হাসিনা চলচ্চিত্রটির প্রিমিয়ার শো দেখেন। পরে গতকাল ছবিটি সারা দেশের সিনেমা হলগুলোতে একযোগে মুক্তি পেয়েছে।
সান নিউজ/এনজে