নিজস্ব প্রতিবেদক:
করোনাকালে বাড়ানো ৬০ শতাংশ বর্ধিত ভাড়া প্রত্যাহার করে আগের ভাড়ায় ফিরেছে গণপরিবহন ও দূরপাল্লার বাস। তবে আসনের অতিরিক্ত যাত্রী পরিবহন ও দাঁড়িয়ে যাত্রী নিতে পারছে না, মানতে হচ্ছে স্বাস্থ্যবিধিও।
আজ মঙ্গলবার (১ সেপ্টেম্বর) থেকে করোনা পূর্ববর্তী ভাড়া আদায় করা হচ্ছে।
করোনা ভাইরাস সংক্রমণের প্রেক্ষাপটে গত ২৪ মার্চ থেকে বাংলাদেশে গণপরিবহন চলাচল কার্যত বন্ধ করে দেওয়া হয়। দুই মাস পর স্বাস্থ্যবিধি মেনে চলার শর্তে গত ৩১ মে থেকে গণপরিবহন ও ট্রেন চালুর অনুমতি দেয় সরকার। তখন বাসে অর্ধেক আসন ফাঁকা রাখার শর্তে প্রায় ৬০ শতাংশ ভাড়া বাড়ানোর অনুমতি দেওয়া হয়।
তিন মাস বর্ধিত ভাড়ায় বাস-গণপরিবহন চলার পর আজ থেকে আগের অবস্থায় ফিরিয়ে নেওয়া হলেও সরকার করোনা মোকাবেলায় কিছু কঠোর নিয়ম বেধে দিয়েছে। এর মধ্যে রয়েছে, যাত্রী, চালক, সুপারভাইজার, চালকের সহকারী, টিকিট বিক্রয়কারীসহ সংশ্লিষ্ট সবাইকে অবশ্যই মাস্ক পরতে হবে। হাত ধোয়ার পর্যাপ্ত সাবান পানি অথবা হ্যান্ড স্যানিটাইজারের ব্যবস্থা রাখতে হবে। আসন সংখ্যার অতিরিক্ত কোনো যাত্রী পরিবহন করা যাবে না। অর্থাৎ যতো সিট ততো, যাত্রী পরিবহন নীতি কার্যকর হবে। দাঁড়িয়ে যাত্রী পরিবহন করা যাবে না। প্রতিটি ট্রিপের শুরু ও শেষে যানবাহন জীবাণুমুক্ত করতে হবে।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের গত শনিবার (২৯ আগস্ট) এসব নিয়ম ও শর্ত মেনে পরিবহন চালানোর নির্দেশনা দেন পরিবহন মালিক-শ্রমিকদের। যাত্রীদেরও মাস্ক পরিধানসহ নিজের সুরক্ষায় সচেতন থাকার আহ্বান জানান তিনি।
নিয়ম ও শর্তগুলো কঠোরভাবে প্রতিপালনে বিআরটিএ, হাইওয়ে পুলিশ, জেলা প্রশাসন, জেলা ও মেট্রোপলিটন পুলিশসহ সংশ্লিষ্টরা তৎপর থাকবে বলেও জানান ওবায়দুল কাদের।
সান নিউজ/ এআর