সংগৃহীত
জাতীয়

বঙ্গবন্ধুর সমাধিতে বঙ্গকন্যার শ্রদ্ধা

নিজস্ব প্রতিবেদক: গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় নিজ বাড়িতে ব্যক্তিগত সফরে এসে ছোট বোন শেখ রেহানাকে নিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আরও পড়ুন: মেট্রোরেল বন্ধ ৩ দিন

মঙ্গলবার (১০ অক্টোবর) বিকেল ৫:১০ মিনিটে বঙ্গবন্ধুর সমাধি সৌধ বেদিতে পুষ্পমাল্য অর্পণ করে কিছুক্ষণ নিরবে দাঁড়িয়ে থাকেন তারা। বঙ্গবন্ধুসহ ১৯৭৫ সালের ১৫ আগস্ট নিহত সব শহিদের আত্মার মাগফেরাত কামনা করে এসময় দোয়া ও মোনাজাতে অংশ নেন তারা। পরে বোনকে নিয়ে নিজ বাড়িতে যান প্রধানমন্ত্রী। আজ তারা সেখানে রাত্রিযাপন করবেন।

এর আগে, আজ সকাল ১০টার দিকে ঢাকার গণভবন থেকে শেখ রেহানা ও পরিবারের সদস্যদের নিয়ে সড়কপথে মুন্সিগঞ্জের মাওয়া প্রান্তে পৌঁছান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেখানে তিনি ৮২ কিলোমিটার রেলপথ উদ্বোধন করে সমাবেশে যোগ দেন। এরপর মাওয়া স্টেশন থেকে ট্রেনে করে পদ্মা সেতু পাড়ি হয়ে দুপুর ১:৫৯ মিনিটে ফরিদপুরের ভাঙ্গা রেলওয়ে স্টেশনে এসে পৌঁছান প্রধানমন্ত্রী ও তার সফর সঙ্গীরা।

আরও পড়ুন: অপ্রয়োজনে হর্ন বাজানো নিষেধ

ভাঙ্গায় ডা. আবু ইউসুফ স্টেডিয়ামে আয়োজিত জনসমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন শেখ হাসিনা। বক্তব্য শেষে বিকেলে সাড়ে ৩টার দিকে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ার বাড়ির উদ্দেশ্যে রওনা হন তিনি। বিকেল ৪:৫৫ মিনিটের দিকে টুঙ্গিপাড়া পৌঁছান তারা। এসময় স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরা বিভিন্ন স্লোগানে তাদের বরণ করে।

নেতাকর্মীদের সূত্রে জানা যায়, আগামীকাল বুধবার (১১ অক্টোবর) সকাল ১১টায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে ঢাকার উদ্দেশ্য রওনা হবে প্রধানমন্ত্রী। সকালে স্থানীয় নেতাকর্মীদের সঙ্গে আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মতবিনিময় সভা করতে পারেন বলে ধারনা করছেন নেতারা।

সান নিউজ/এএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ঈদের পরে পর্যটন কেন্দ্রের হালহাকিকাত

বিনোদন প্রতিবেদক: রমজান মাসে দেশের পর্যটন কেন্দ্রগুলোতে ছিল প্রায় সুনসান নীরব...

বিমসটেক সম্মেলনের পথে প্রধান উপদেষ্টা

সান ডেস্ক: এশিয়ার শীর্ষ নেতাদের অংশগ্রহণে বিমসটেকের ষষ্ঠ শীর্ষ সম্মেলনে যোগ...

সমাজে এখনও ন্যায় প্রতিষ্ঠা করা যায়নি

নিজস্ব প্রতিবেদক: ১৯৭১ সালে স্বাধীনতা যুদ্ধের উদ্দেশ্য ছিল এ...

শপথ নিলেন আপিল বিভাগের দুই বিচারপতি

নিজস্ব প্রতিবেদক: সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতি হিসে...

স্বাধীনতা পুরস্কার তুলে দিলেন ড. ইউনূস

নিজস্ব প্রতিবেদক: অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা