নিজস্ব প্রতিবেদক: যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কনস্যুলার ব্যুরোর অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি রেনা বিটার ঢাকায় এসেছেন।
আরও পড়ুন: যুক্তরাষ্ট্রকে মিথ্যা সাম্রাজ্যের উপাধি
জানা গেছে, শনিবার (৩০ সেপ্টেম্বর) রাতে তিনি ঢাকায় পৌঁছান এবং আজ সকালে মার্কিন দূতাবাস পরিদর্শন করেন। সোমবার (২ অক্টোবর) সকালে তিনি ঢাকা ত্যাগ করবেন।
আজ দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে তার আলোচনার কথা রয়েছে। ঢাকায় তিনি কনস্যুলার বিষয়ে সরকারি কর্মকর্তাদের সাথে আলোচনা করবেন।
আরও পড়ুন: নিরপেক্ষ নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে সরকার
মার্কিন স্টেট ডিপার্টমেন্টের এক বিবৃতিতে জানানো হয়, রেনা বিটারের সফরে বিদেশি মার্কিন নাগরিকদের সুরক্ষা ও যুক্তরাষ্ট্রে বৈধ ভ্রমণসহ অভিবাসনের সুবিধার্থে দেশটির গভীর ও টেকসই প্রতিশ্রুতির ওপর জোর দেওয়া হবে।
সান নিউজ/এনজে