সোমবার, ৭ এপ্রিল ২০২৫
ছবি: সংগৃহীত
জাতীয় প্রকাশিত ২৪ সেপ্টেম্বর ২০২৩ ১১:৩৯
সর্বশেষ আপডেট ২৪ সেপ্টেম্বর ২০২৩ ১১:৪১

পুলিশের ওপর ভিসা নীতির প্রভাব পড়বে না

নিজস্ব প্রতিবেদক: ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. ফারুক হোসেন বলেছেন, মার্কিন ভিসা নীতি বাংলাদেশ পুলিশের ওপর কোনো প্রভাব ফেলবে না।

আরও পড়ুন: ভিসা নীতিতে আমাদের মন্তব্য নেই

রোববার (২৪ সেপ্টেম্বর) দুপুরে রাজধানীর মিন্টু রোডে অবস্থিত ডিএমপি মিডিয়া সেন্টারে নিজ কার্যালয়ে এ কথা বলেন তিনি।

মো. ফারুক হোসেন বলেন, গতকাল ভিসা নীতি নিয়ে আমরা যে নিউজটা দেখেছি, সেখানে বলা হয়েছে বাংলাদেশে ভিসা নিষেধাজ্ঞা কার্যকর করেছে যুক্তরাষ্ট্র। সেখানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কথা স্পষ্ট বলা আছে।

আরও পড়ুন: ভিসা নিষেধাজ্ঞায় সরকার উদ্বিগ্ন নয়

তারা বলেছে, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কিছু সদস্যের বিরুদ্ধে ভিসা নীতি প্রয়োগ করেছে। তারা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কোন কোন সদস্যের বিরুদ্ধে ভিসা নীতি প্রয়োগ করেছে, সে তালিকা কিন্তু আমরা পাইনি।

এখানে অবসরপ্রাপ্ত কোনো পুলিশ সদস্য থাকতে পারেন, অন্য কোনো বাহিনীর সদস্যও থাকতে পারেন অথবা দায়িত্বে থাকা পুলিশ অফিসার বা অন্য কোনো বাহিনীর সদস্যও হতে পারেন।

আরও পড়ুন: ভিসা নীতি নিয়ে পুলকিত হওয়ার কারণ নেই

তিনি বলেন, যাদের বিরুদ্ধে ভিসা নীতি আসবে, তারা আমেরিকায় যেতে পারবেন না। বাংলাদেশ পুলিশের সদস্য সংখ্যা ২ লাখের বেশি। তাদের মধ্যে কত জন যুক্তরাষ্ট্রে যেতে চায়, আমার প্রশ্ন। খুবই নগণ্য কিছু সদস্য হয়তো আমেরিকা যাওয়ার স্বপ্ন দেখেন অথবা ছেলে-মেয়েদের পাঠানোর চিন্তা করেন।

এ দৃষ্টিকোণ থেকে আমরা বিশ্বাস করি, বাংলাদেশ পুলিশের ওপর এ ভিসা নীতির কোনো প্রভাব পড়বে না।

ডিসি মিডিয়া বলেন, যুক্তরাষ্ট্রের ভিসা নীতির কারণে পুলিশ বাহিনী যেভাবে কাজ করে, সেই কাজের ওপরও কোনো প্রভাব পড়বে না। পুলিশ বাহিনী আইনের মধ্যে থেকে মানবাধিকার সমন্বিত রেখে কাজ করছে। পুলিশ আগেও এভাবে কাজ করেছে, ভবিষ্যতেও করবে।

আরও পড়ুন: মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ৩২

এ ভিসা নীতির কারণে আমাদের কাজের গতি কোনোভাবেই থেমে যাবে না বলে বিশ্বাস করি।

অবাধ সুষ্ঠু নির্বাচনে আইন-শৃঙ্খলা বাহিনীর ভূমিকার বিষয়ে যুক্তরাষ্ট্রের আপত্তির সম্পর্কে তিনি বলেন, আমরা তো আইনের মধ্যে থেকেই কাজ করি। আগামী নির্বাচনে আমাদের পাশাপাশি অন্যান্য বাহিনীও থাকবে।

ডিএমপির মুখপাত্র বলেন, আগামী নির্বাচনে নির্বাচন কমিশন আমাদের যে দায়িত্ব পালন করতে বলবে, আমরা সেভাবে দায়িত্ব পালন করবো। সে ক্ষেত্রে আমরা মনে করি না যে, ভিসা নীতি দায়িত্ব পালনের ক্ষেত্রে অন্তরায় হয়ে দাঁড়াবে।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

গাজায় গণহত্যার প্রতিবাদ কর্মসূচিতে সংহতি জানালো মুক্তিজোট

গাজায় গণহত্যার প্রতিবাদে সোমবার (৭ এপ্রিল) বিশ্বব্যাপী হরতাল পালনের আহ্বান জ...

ইসরায়েল নিশ্চিহ্নে হামাস ইরানের কাছে ৫০০ মিলিয়ন ডলার চেয়েছিল!

ইরান ও হামাস নিয়ে চাঞ্চল্যকর তথ্য দিয়েছেন ইসরায়েলে...

ঈদে কে কোন আসনে সক্রিয় ছিলেন এনসিপি নেতারা

পবিত্র ঈদুল ফিতরে অন্তত ৪০টি নির্বাচনী আসনে জনসংযো...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা