নিজস্ব প্রতিবেদক: রাজধানীর গুলশান এলাকায় একটি ৮ তলা ভবনে অগ্নিকাণ্ড ঘটেছে। পরে ফায়ার সার্ভিসের ৫ টি ইউনিটের চেষ্টায় এ আগুন নিয়ন্ত্রণে আসে।
আরও পড়ুন: মিরপুরে পানিতে বিদ্যুতায়িত হয়ে নিহত ৪
বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) মধ্যরাতে গুলশান-১ এর ৩ নং রোডে ৮ তলা ভবনটির ৪র্থ তলায় এ অগ্নিকাণ্ড ঘটে।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদফতরের মিডিয়া কর্মকর্তা তালহা বিন জসিম বিষয়টি নিশ্চিত করে বলেন, রাত ১ টা ৩৮ মিনিটে আগুনের সংবাদ পেয়ে তেজগাঁও ফায়ার স্টেশন থেকে ৩ টি এবং বারিধারা ফায়ার স্টেশন থেকে ২ টি ইউনিট ঘটনাস্থলে উপস্থিত হয়ে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করে।
আরও পড়ুন: রাজধানীতে ৬ ঘণ্টায় ১১৩ মিলিমিটার বৃষ্টি
তিনি আরও জানান, রাত সোয়া ৩ টার দিকে আমরা সাউথ এভিনিউ টাওয়ারের ৪র্থ তলার আগুন ৫ টি ইউনিটের মাধ্যমে নিয়ন্ত্রণে এনেছি। পাশাপাশি সেখানে থাকা ফ্ল্যাটগুলো থেকে ৭ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। তাদের মধ্যে ২ জন নারী ও ৫ জন পুরুষ।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ঐ ভবনের বেজমেন্টের ইলেকট্রিক বোর্ড থেকে এ আগুনের সূত্রপাত হয়েছে।
সান নিউজ/এনজে