ছবি: সংগৃহীত
জাতীয়

মিরপুরে পানিতে বিদ্যুতায়িত হয়ে নিহত ৪

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর মিরপুরে বৃষ্টির কারণে জমে থাকা পানিতে বিদ্যুতায়িত হয়ে ৪ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও ৫ জন আহত হয়েছেন।

আরও পড়ুন: গুলশানে ভবনে লাগা আগুন নিয়ন্ত্রণে

বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) রাতে মিরপুর মডেল থানার সিরাজিয়া ইসলামিয়া মাদ্রাসা হাজী রোড ঝিলপাড় বস্তির বিপরীত পাশে সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- মো. মিজান (৩০), তার স্ত্রী মুক্তা বেগম (২৫), মেয়ে লিমা (৭) এবং তাদের উদ্ধার করতে যাওয়া মোহাম্মদ অনিক (২০)। মো. মিজানের ছেলে আহত হোসাইনকে (৭ মাস) প্রথমে সোহরাওয়ার্দী হাসপাতালে, পরে শিশু হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আরও পড়ুন: রাজধানীতে ৬ ঘণ্টায় ১১৩ মিলিমিটার বৃষ্টি

জানা গেছে, মিরপুরের ঢাকা কমার্স কলেজ এলাকার রাস্তার পাশের বৈদ্যুতিক তার ছিঁড়ে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, বৃহস্পতিবার সন্ধ্যা থেকে রাজধানীর বিভিন্ন এলাকায় মুষলধারে বৃষ্টি হয়। কোনো কোনো এলাকায় রাত ১০ টা থেকে ১১ টা পর্যন্ত এ বৃষ্টিপাত হয়। প্রবল বৃষ্টিপাতে হাজী রোড এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হয়।

আরও পড়ুন: ঢাকার বায়ুর মানে উন্নতি

এ সময় বজ্রপাত হলে পানিতে পড়ে বিদ্যুৎস্পৃষ্টে ৫ জন গুরুতর আহত হন। আশঙ্কাজনক অবস্থায় স্থানীয়রা আহতদের উদ্ধার করে সোহরাওয়ার্দী হাসপাতালে পাঠালে সেখানে ৪ জন মারা যান।

এ বিষয়ে ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার এরশাদ জানান, রাত প্রায় সাড়ে ১০ টার দিকে খবর আসে ঢাকা কমার্স কলেজ এলাকায় বিদ্যুৎস্পৃষ্টে ৪ জন নিহত হয়েছেন। ঘটনাস্থল থেকে তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।

আরও পড়ুন: বিকেলে ঢাকায় বিএনপির সমাবেশ

মিরপুর মডেল থানার ডিউটি অফিসার উপপরিদর্শক রুহুল আমিন জানান, শহীদ সোহ্‌রাওয়ার্দী মেডিকেল কলেজ থেকে আমাদের ফোন করে জানানো হয়, এ ঘটনায় ৪ জন মারা গেছেন। নিহত ৪ জনের মধ্যে ৩ জন একই পরিবারের।

তিনি আরও জানান, এ সময় অনিক নামে আরেক ব্যক্তি মারা গেছেন। এ ঘটনায় বিদ্যুতায়িত হয়ে আরও ৫ জন আহত হয়েছেন। আহতদের শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ঈদের পরে পর্যটন কেন্দ্রের হালহাকিকাত

বিনোদন প্রতিবেদক: রমজান মাসে দেশের পর্যটন কেন্দ্রগুলোতে ছিল প্রায় সুনসান নীরব...

বিমসটেক সম্মেলনের পথে প্রধান উপদেষ্টা

সান ডেস্ক: এশিয়ার শীর্ষ নেতাদের অংশগ্রহণে বিমসটেকের ষষ্ঠ শীর্ষ সম্মেলনে যোগ...

সমাজে এখনও ন্যায় প্রতিষ্ঠা করা যায়নি

নিজস্ব প্রতিবেদক: ১৯৭১ সালে স্বাধীনতা যুদ্ধের উদ্দেশ্য ছিল এ...

শপথ নিলেন আপিল বিভাগের দুই বিচারপতি

নিজস্ব প্রতিবেদক: সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতি হিসে...

স্বাধীনতা পুরস্কার তুলে দিলেন ড. ইউনূস

নিজস্ব প্রতিবেদক: অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা