নিজস্ব প্রতিবেদক: জাতিসংঘের সাধারণ পরিষদের ৭৮ তম অধিবেশনে অংশ নিতে মার্কিন যুক্তরাষ্ট্রে পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
আরও পড়ুন: আজ থেকে এক্সপ্রেসওয়েতে চলবে বাস
সোমবার (১৮ সেপ্টেম্বর) বাংলাদেশ সময় সকাল পৌনে ৯ টায় প্রধানমন্ত্রীকে বহনকারী বিমানটি নিউইয়র্কের জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। বিষয়টি নিশ্চিত করেছে প্রধানমন্ত্রীর প্রেস উইং।
এর আগে রোববার (১৭ সেপ্টেম্বর) সকালে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ভিভিআইপি ফ্লাইট প্রধানমন্ত্রী ও তার সফরসঙ্গীদের নিয়ে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ছেড়ে যায়। এ দিন বাংলাদেশ সময় রাত ৯ টা ৫ মিনিটে লন্ডনের হিথ্রো বিমানবন্দরে পৌঁছায় বিমানটি।
আরও পড়ুন: ইরানে বিক্ষোভ, মাহসা আমিনির বাবা আটক
লন্ডনে ৪ ঘণ্টা যাত্রা বিরতির পর প্রধানমন্ত্রীকে বহনকারী বিমান নিউইয়র্কের উদ্দেশে যাত্রা করে।
১৭-২২ সেপ্টেম্বর নিউইয়র্কে অবস্থানকালে প্রধানমন্ত্রী ১৯ সেপ্টেম্বর জাতিসংঘ সদর দফতরের সাধারণ পরিষদ হলে ৭৮ তম সাধারণ পরিষদের অধিবেশনের প্রথম দিনের উচ্চপর্যায়ের সাধারণ আলোচনায় যোগ দেবেন। এ দিন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন আয়োজিত নৈশভোজেও যোগ দেবেন প্রধানমন্ত্রী।
আরও পড়ুন: বেনাপোলে আমদানি-রফতানি বন্ধ
২২ সেপ্টেম্বর স্থানীয় সময় দুপুর ১ টা থেকে ২ টার মধ্যে তিনি সাধারণ পরিষদের অধিবেশনে ভাষণ দেবেন।
সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দেওয়ার পাশাপাশি রোহিঙ্গা সংকট এবং জলবায়ু পরিবর্তন, টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি), সর্বজনীন স্বাস্থ্য ও অর্থসহ বেশ কয়েকটি উচ্চপর্যায়ের দ্বিপক্ষীয় ও সৌজন্যমূলক বৈঠকে অংশ নেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
সান নিউজ/এনজে