সান নিউজ ডেস্ক : ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনের অন্যতম নেতা মহাত্মা গান্ধীর সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন জি-২০ শীর্ষ সম্মেলনে যোগ দিতে নয়াদিল্লিতে জড়ো হওয়া বিশ্বনেতারা। ভারতের এই জাতির জনকের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাও।
আরও পড়ুন : বিকালে ঢাকায় ফিরবেন প্রধানমন্ত্রী
রোববার (১০ সেপ্টেম্বর) সকাল ৯টার দিকে দিল্লির রাজঘাটে তার সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করেন প্রধানমন্ত্রী।
পুষ্পস্তবক অর্পণ শেষে মহাত্মা গান্ধীর স্মৃতির প্রতি সম্মান জানিয়ে প্রধানমন্ত্রী কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন। পরে পরিদর্শন বইতে স্বাক্ষর করেন তিনি।
আরও পড়ুন : পুতিনকে গ্রেফতার করা হবে না
শেখ হাসিনার পাশাপাশি মহাত্মা গান্ধীর প্রতি শ্রদ্ধা নিবেদন এবং তার সম্মানে পুষ্পস্তবক অর্পণ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন, যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ঋষি সুনাক, অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ, তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান, কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো, চীনের প্রধানমন্ত্রী লি কিয়াং, জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা, রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভসহ বিভিন্ন বিশ্বনেতা ও আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিরা।
আরও পড়ুন : মরক্কো’র ভূমিকম্পে প্রধানমন্ত্রীর শোক
এরআগে, ভারতের প্রধানমন্ত্রীর আমন্ত্রণে শনিবার (৯ সেপ্টেম্বর) থেকে শুরু হওয়া দুই দিনব্যাপী জি২০ সম্মেলনে যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
সান নিউজ/জেএইচ