নিজস্ব প্রতিবেদক:
করোনা সংক্রমণ কালের বিগত দুটি অধিবেশনের মতো আসন্ন নবম অধিবেশনেও সংসদ ভবনে গিয়ে সংবাদ সংগ্রহ করতে পারবেন না সাংবাদিকরা। ফলে সংসদ টেলিভিশন, ফেসবুক লাইভের মাধ্যমে সংবাদ সংগ্রহ করতে হবে। বৃহস্পতিবার সংসদ সচিবালয়ের পরিচালক (গণসংযোগ) স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘আগামী ৬ সেপ্টেম্বর একাদশ জাতীয় সংসদের নবম অধিবেশন শুরু হবে। আপনারা দীর্ঘদিন যাবত জাতীয় সংসদে উপস্থিত থেকে দায়িত্বশীলতার সঙ্গে সংসদ অধিবেশন কাভার করে আসছেন। কিন্তু করোনার এই বিশেষ পরিস্থিতিতে সামাজিক দূরত্ব নিশ্চিতের বিষয়টি বিবেচনায় নিয়ে বাজেট অধিবেশনের মতো আসন্ন নবম অধিবেশনেও জাতীয় সংসদ সচিবালয় সাংবাদিকদের কার্ড ইস্যু করছে না।
‘এমতাবস্থায় বাংলাদেশ টেলিভিশন/সংসদ বাংলাদেশ টেলিভিশন/বাংলাদেশ বেতার থেকে ফিড নিয়ে জাতীয় সংসদের কার্যক্রম কাভার করার অনুরোধ করছি। বাজেট অধিবেশনের আগেও এপ্রিল মাসে একদিনের জন্য যে অধিবেশন অনুষ্ঠিত হয়েছিল, সেখানেও সাংবাদিকদের সংসদ ভবনে গিয়ে সংবাদ সংগ্রহের অনুমতি দেওয়া হয়নি।’
সান নিউজ/ এআর