ছবি: সংগৃহীত
জাতীয়

প্রধানমন্ত্রী সাথে জিনপিংয়ের বৈঠক আজ

নিজস্ব প্রতিবেদক: চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সাথে আজ প্রধানমন্ত্রী শেখ হাসিনার বৈঠক করার কথা রয়েছে।

আরও পড়ুন: ঢাকায় আসছেন সৌদির হজমন্ত্রী

বুধবার (২৩ আগস্ট) দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গে ব্রিকস শীর্ষ সম্মেলনের ফাঁকে এ বৈঠক করবেন তারা।

৪ বছর পর এ ২ শীর্ষ নেতার মধ্যে হতে যাওয়া বৈঠকে দ্বিপক্ষীয় সম্পর্ক আরও সামনে এগিয়ে নেওয়ার পাশাপাশি বৈশ্বিক প্রেক্ষাপটে আঞ্চলিক স্থিতিশীলতা রক্ষায় জোর দেওয়া হবে।

আরও পড়ুন: আত্মসমর্পণের ঘোষণা দিলেন ট্রাম্প

কূটনৈতিক সূত্র জানিয়েছে, করোনা মহামারি, ইউক্রেন-রাশিয়া যুদ্ধ ও ইন্দো-প্যাসিফিক ইস্যু নিয়ে ভূ-রাজনৈতিক যে প্রেক্ষাপট দাঁড়িয়েছে, সেখানে হাসিনা-জিনপিংয়ের বৈঠক বেশ গুরত্বপূর্ণ।

সেই সাথে বাংলাদেশের জাতীয় নির্বাচনকে সামনে রেখে পশ্চিমাদের অব্যাহত চাপের মধ্যে এই ২ শীর্ষ নেতার বৈঠক হবে অনেক বড় বার্তা।

ঢাকার এক কূটনীতিক জানান, ২ শীর্ষ নেতার বৈঠকে দ্বিপক্ষীয় সম্পর্কের গুরুত্বপূর্ণ বিষয়ের পাশাপাশি বৈশ্বিক প্রেক্ষাপট নিয়ে আলোচনার সুযোগ থাকবে। ফলে ২ দেশের রাজনৈতিক সম্পর্ক আরও দৃঢ় হবে।

আরও পড়ুন: ঢাকায় আসছেন রুশ পররাষ্ট্রমন্ত্রী

এছাড়া ঢাকা-বেইজিংয়ের মধ্যে অফিসিয়াল পর্যায়ে যেসব বিষয় আলোচনাধীন রয়েছে, সেগুলো রাজনৈতিক আলোচনায় সমাধান সম্ভব হবে।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানান, ২০১৯ সালের পর চীনের প্রেসিডেন্টের সাথে প্রধানমন্ত্রীর সাক্ষাত হবে। সে হিসেবে এ সাক্ষাত অবশ্যই গুরত্বপূর্ণ। ২ শীর্ষ নেতা বিভিন্ন বিষয়ে আলোচনা করবেন।

আরও পড়ুন: মেঘনায় ৯ বাল্কহেড জব্দ

তিনি আরও বলেন, বৈঠকে নির্দিষ্ট আলোচ্যসূচী নেই। ২ দেশের সম্পর্ক কীভাবে আরও এগিয়ে নেওয়া যায়, সেই বার্তা হয়তো দেবেন ২ নেতা।

আমরা ব্রিকসে যুক্ত হতে চাই। এ ব্যাপারে চীনের আন্তরিকতা রয়েছে। ব্রিকসে যুক্ত হতে আমরা চীনের সমর্থন চাইবো।

প্রসঙ্গত, গতকাল মঙ্গলবার (২২ আগস্ট) ব্রিকস সম্মেলনে যোগ দিতে ঢাকা ছাড়েন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আরও পড়ুন: চিকিৎসকদের কর্মবিরতি চলছে

বৃহস্পতিবার (২৪ আগস্ট) শীর্ষ সম্মেলনে যোগ দেবেন তিনি।

এ সম্মেলনের ফাঁকে চীনের প্রেসিডেন্ট ছাড়াও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সাথে সাক্ষাতের কথা রয়েছে শেখ হাসিনার। পাশাপাশি দক্ষিণ আফ্রিকা ও ব্রাজিলের শীর্ষ নেতাদের সাথে বৈঠক করবেন তিনি।

এছাড়া বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা ও আফ্রিকায় নিযুক্ত বাংলাদেশের দূতদের সাথে বৈঠক করে বার্তা দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আরও পড়ুন: মেক্সিকোতে সড়ক দুর্ঘটনা, নিহত ১৬

ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হিসেবে গেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।

জোহানেসবার্গে যাওয়ার একদিন আগে পররাষ্ট্র মন্ত্রণালয়ে কয়েকজন সাংবাদিকের সাথে কথা বলেন মোমেন।

চীনের প্রেসিডেন্টের সাথে প্রধানমন্ত্রীর সাক্ষাতের বিষয়ে পররাষ্ট্রমন্ত্রী বলেছিলেন, জিনপিংয়ের সাথে প্রধানমন্ত্রীর সাক্ষাতের সম্ভাবনা রয়েছে। তবে এখনও সময় চূড়ান্ত হয়নি। হেড অফ গভর্মেন্টের সাক্ষাতের সিদ্ধান্ত শেষ মিনিটে দেয়।

আরও পড়ুন: দেশে ফিরেই কারাগারে থাকসিন সিনাওয়াত্রা

এ সময় হাসিনা-জিনপিংয়ের আলোচনার বিষয়ে জানতে চাইলে ড. মোমেন বলেন, আলোচনার শেষ নেই। চীন আমাদের উন্নয়ন সহযোগী। আমরা অনেকগুলো প্রজেক্ট সই করেছি।

এমওইউ সই করেছি, প্রায় ২৩ বিলিয়ন ডলারের সই। আর প্রাইভেটে ১৩ মিলিয়ন। তাদের থেকে ৮ বছরে চার বিলিয়ন ডলার পেয়েছি। সেগুলো যেন ত্বরান্বিত হয়, সেটা আলোচনা হতে পারে। এটা একটা গুরত্বপূর্ণ ইস্যু।

আরও পড়ুন: সিরিয়ায় রুশ বিমান হামলায় নিহত ৮

তিনি আরও বলেন, আমরা ঋণে সুদের হার কম চাই। এটার ওপর আলোচনা হবে। দুনিয়া ব্যাপী তাদের ঋণের সুদের হার বেড়ে গেছে। আমরা বলবো, সস্তায় বিবেচনা করলে ভালো হয়।

এছাড়া জলবায়ু ইস্যু থাকবে, আমাদের নিয়মিত অভিবাসন থাকবে, আমাদের অর্থনৈতিক উন্নয়নের জন্য বিনিয়োগ চাই। বাণিজ্য বাড়াতে চাই।

চীন বাংলাদেশকে বাণিজ্য বাড়ানোর জন্য অনেক ছাড় দিয়েছে জানিয়ে মোমেন বলেন, চীন বাণিজ্য বাড়ানোর জন্য আমাদের অনেক ছাড় দিয়েছে। তবুও বাণিজ্য একপেশে হয়ে গেছে। আমরা বলবো বাণিজ্য আরও বাড়াও, বিনিয়োগ করো।

আরও পড়ুন: কালো পতাকা মিছিল করবে বিএনপি

এদিকে বন্ধু রাষ্ট্রগুলো বাংলাদেশে রাজনৈতিক স্থিতিশীলতা নিয়ে উদ্বেগের বার্তা দিচ্ছে।

এ অবস্থায় ঢাকা-বেইজিংয়ের সরকার প্রধানের আলোচনায় আঞ্চলিক স্থিতিশীলতার বিষয়টি থাকছে কি না- জানতে চাইলে পররাষ্ট্রমন্ত্রী বলেন, এটা আমাদেরও কনসার্ন। পুরো অঞ্চলে শান্তি ও স্থিতিশীলতা দরকার।

আরও পড়ুন: বহিষ্কৃতরা ফেক নিউজ দিচ্ছে

আমি যেখানে যাই, এটা বলি। আমি বৈঠকে থাকলে আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতার বার্তা দেবো।

এ আলোচনায় ব্রিকস সম্মেলনের ফাঁকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সাথে বঙ্গবন্ধুকন্যার বৈঠক হবে কি না- জানতে চাইলে পররাষ্ট্রমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রীর সাথে ভারতের প্রধানমন্ত্রী নয়া দিল্লিতে আলোচনার জন্য রাজি হয়েছেন। ওনার সময় নষ্ট করা ঠিক হবে কি না! তবে ব্রিকসে দেখা তো হবেই।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ঈদের পরে পর্যটন কেন্দ্রের হালহাকিকাত

বিনোদন প্রতিবেদক: রমজান মাসে দেশের পর্যটন কেন্দ্রগুলোতে ছিল প্রায় সুনসান নীরব...

বিমসটেক সম্মেলনের পথে প্রধান উপদেষ্টা

সান ডেস্ক: এশিয়ার শীর্ষ নেতাদের অংশগ্রহণে বিমসটেকের ষষ্ঠ শীর্ষ সম্মেলনে যোগ...

ঈদের পরে পর্যটন কেন্দ্রের হালহাকিকাত

বিনোদন প্রতিবেদক: রমজান মাসে দেশের পর্যটন কেন্দ্রগুলোতে ছিল প্রায় সুনসান নীরব...

বিমসটেক সম্মেলনের পথে প্রধান উপদেষ্টা

সান ডেস্ক: এশিয়ার শীর্ষ নেতাদের অংশগ্রহণে বিমসটেকের ষষ্ঠ শীর্ষ সম্মেলনে যোগ...

সমাজে এখনও ন্যায় প্রতিষ্ঠা করা যায়নি

নিজস্ব প্রতিবেদক: ১৯৭১ সালে স্বাধীনতা যুদ্ধের উদ্দেশ্য ছিল এ...

শপথ নিলেন আপিল বিভাগের দুই বিচারপতি

নিজস্ব প্রতিবেদক: সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতি হিসে...

স্বাধীনতা পুরস্কার তুলে দিলেন ড. ইউনূস

নিজস্ব প্রতিবেদক: অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা