নিজস্ব প্রতিবেদক:
মুক্তিযুদ্ধের ৪ নম্বর সেক্টরের কমান্ডার মেজর জেনারেল (অব.) চিত্তরঞ্জন দত্ত (সি আর দত্ত) বীরউত্তমের মৃত্যুতে গভীর শোক ও বিনম্র শ্রদ্ধা জানিয়েছে কেন্দ্রীয় খেলাঘর আসর।
শোকবার্তায় খেলাঘর কেন্দ্রীয় কমিটির সভাপতিমণ্ডলীর চেয়ারম্যান অধ্যাপক পান্না কায়সার ও সাধারণ সম্পাদক অধ্যাপক প্রণয় সাহা মুক্তিযুদ্ধে এবং পরবর্তীতে স্বাধীন বাংলাদেশে মুক্তিযুদ্ধের চেতনায় সোনার বাংলা গড়তে সি আর দত্তের অবদানকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। তার আত্মার শান্তি কামনা করে শোকসন্তপ্ত পরিবারবর্গের প্রতি সমবেদনাও জানান খেলাঘর সংগঠকরা।
মার্কিন যুক্তরাষ্ট্রের বয়েন্টনবিচের বেথেসডা সাউথ হাসপাতালের হসপিস কেয়ার ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় গত মঙ্গলবার (২৫ আগস্ট) বেলা ১১টায় (স্থানীয় সময় সোমবার রাত সাড়ে ১১টা) মারা যান সি আর দত্ত। বার্ধক্যজনিত বিভিন্ন রোগে আক্রান্ত ছিলেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯৩ বছর। তিনি ছিলেন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের প্রতিষ্ঠাতা সভাপতি এবং বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সাবেক সভাপতি।
সান নিউজ/ এআর