নিজস্ব প্রতিবেদক: সার্ভার মেইনটেন্যান্সের কারণে জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সেবা সাময়িক বন্ধ রয়েছে বলে জানিয়েছে এনআইডি অনুবিভাগ।
আরও পড়ুন: ভোট কেন্দ্রের খসড়া প্রকাশ আজ
বুধবার (১৬ আগস্ট) সকাল থেকে সাইবার হামলার আশঙ্কায় এনআইডি তথ্য ভান্ডার এবং সেবা সংক্রান্ত ওয়েবসাইট বন্ধ করে দেওয়া হয়েছে বলে গুঞ্জন শোনা যাচ্ছিল।
তবে এ ধরনের সংবাদ সঠিক নয় বলে জানিয়েছেন এনআইডি অনুবিভাগের সিস্টেম ম্যানেজার মুহাম্মদ আশরাফ হোসেন।
তিনি জানান, গতকাল মঙ্গলবার (১৫ আগস্ট) রাত থেকে সার্ভার মেইনটেন্যান্সের কাজ করা হচ্ছে এবং এখন পর্যন্ত তা চলমান রয়েছে।
আরও পড়ুন: সাঈদীকে সেবা দেওয়া ডাক্তারকে হুমকি
মুহাম্মদ আশরাফ হোসেন আরও বলেন, কিছুক্ষণের মধ্যেই সার্ভার ঠিক হয়ে যাবে। সরকারি ছুটি থাকলে আমরা সার্ভারের মেইনটেন্যান্সের কাজ করি।
এর আগে সোমবার (১৪ আগস্ট) সন্ধ্যায় অফিস শেষে সাইবার হামলার আশঙ্কায় ইসির সার্ভারগুলো বন্ধ করে দেওয়া হয়।
মঙ্গলবার ইসির সাধারণ কর্মকর্তারা সার্ভার ও তথ্য ভান্ডারে ঢুকতে পারেননি। এ সময় শুধুমাত্র কারিগরি কমিটির সদস্যরা মনিটরিং করতে যেসব এক্সেস দরকার, সেটি করতে পেরেছেন বলে খবর প্রকাশিত হয়।
আরও পড়ুন: সেপ্টেম্বরে দেশে ফিরছেন নওয়াজ
বিভিন্ন সংবাদ মাধ্যমে জানানো হয়েছে, ভোট কেন্দ্রের খসড়া তালিকার কার্যক্রমের সুবিধার্থে তারা ইসির সার্ভারে প্রবেশের চেষ্টা করলেও লাভ হয়নি।
পরে তারা জানতে পেরেছেন, মঙ্গলবার বাংলাদেশে সাইবার হামলার হুমকির কারণে নিরাপত্তার স্বার্থে সেটি বন্ধ রাখা হয়েছে।
এর আগে ১৫ আগস্টকে কেন্দ্র করে একটি হ্যাকার গোষ্ঠী বাংলাদেশে বড় ধরনের সাইবার হামলা চালানোর হুমকি দিয়েছিল।
আরও পড়ুন: মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ৩২
সে সময় সরকারের পক্ষ থেকে জানানো হয়, সাইবার হামলা রোধে সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে।
ভারতের একটি হ্যাকার গোষ্ঠীর দাবি, বাংলাদেশের পাশাপাশি পাকিস্তানেও সাইবার আক্রমণের ঘোষণা দেয় তারা।
আরও পড়ুন: বৃহস্পতিবার সর্বজনীন পেনশন উদ্বোধন
প্রসঙ্গত, গত ৩১ জুলাই আক্রমণের হুমকি দিয়ে পাকিস্তান ও বাংলাদেশের সাইবার জগৎ ধ্বংসের হুমকি দেওয়া হয়। এ অবস্থায় গুরুত্বপূর্ণ তথ্য পরিকাঠামোসহ (সিআইআই) দেশের সব ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান, স্বাস্থ্যখাত, বিদ্যুৎ ও জ্বালানিসহ সব সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানকে এ ব্যাপারে সতর্ক হওয়ার পরামর্শ দেওয়া হয়।
সান নিউজ/এনজে