নিজস্ব প্রতিবেদক: ঢাকায় সফররত মার্কিন যুক্তরাষ্ট্রের দুই কংগ্রেসম্যান বাংলাদেশের বিভিন্ন রাজনৈতিক দলের সাথে বৈঠক করবেন আজ।
রোববার (১৩ আগস্ট) বিকেল ৪ টার দিকে ঢাকায় মার্কিন রাষ্ট্রদূত পিটার ডি হাসের গুলশানের বাসায় দলগুলোর নেতাদের সাথে চা-চক্রে বসবেন।
আরও পড়ুন: বিদেশি শক্তির পরামর্শে চলি না
আওয়ামী লীগ, বিএনপি ও জাতীয় পার্টির সাথে বৈঠক করার কথা রয়েছে। তবে ইসলামপন্থী দল জামায়াতের সাথে বৈঠকের বিষয়টি এখনো চূড়ান্ত হয়নি।
এদিন বেলা সাড়ে ১১ টায় রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বর সড়কে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতি জাদুঘর পরিদর্শন করবেন তারা।
আরও পড়ুন: আজ টিসিবির পণ্য বিক্রি শুরু
পররাষ্ট্রমন্ত্রী ড. একে আবদুল মোমেনের সঙ্গে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় মধ্যাহ্নভোজ ও বৈঠক করবেন সফররত দুই মার্কিন কংগ্রেসম্যান।
আগামীকাল সোমবার রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করবেন তারা।
এদিকে শনিবার (১২ আগস্ট) ভোরে রিপাবলিকান দলের জর্জিয়ার কংগ্রেসম্যান রিক ম্যাক্রোরমিক সস্ত্রীক বাংলাদেশে পৌঁছান।
অপরদিকে আজ ভোরে ঢাকায় পৌঁছান হাওয়াই রাজ্যের ডেমোক্র্যাট দলের কংগ্রেসম্যান এড কেইসের।
সান নিউজ/এনজে