সোমবার, ৭ এপ্রিল ২০২৫
ছবি: সংগৃহীত
জাতীয় প্রকাশিত ২৪ জুলাই ২০২৩ ০৯:৩৪
সর্বশেষ আপডেট ২৪ জুলাই ২০২৩ ০৯:৩৫

কোনো বিশেষ সভা করা হয়নি

নিজস্ব প্রতিবেদক: প্রশাসনিক উন্নয়ন সংক্রান্ত সচিব সভা অনুষ্ঠিত হয়েছে জানিয়ে মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন বলেছেন, আলাদা কোনো বিশেষ সভা করা হয়নি।

আরও পড়ুন: সংঘাতের আশঙ্কা নেই

সোমবার (২৪ জুলাই) সচিবালয়ে এ সংক্রান্ত সভা শেষে সাংবাদিকদের এ কথা জানান তিনি।

এর আগে একটি গণমাধ্যমের খবরে বলা হয়েছিল, হঠাৎ সব সচিবকে ডেকেছেন মন্ত্রিপরিষদ সচিব মাহবুব হোসেন।

আরও পড়ুন: ঢাকায় আসছে ইইউর বিশেষ প্রতিনিধি

এ বিষয়ে মন্ত্রিপরিষদ সচিব জানান, বিশেষ কোনো মিটিং না। নিয়মিত যে মিটিং, সেটিই হয়েছে। এটি আগামীকাল হওয়ার কথা ছিল। ঐ সময় আমার অন্য একটি প্রোগ্রাম আছে। সেজন্য আমি মিটিংটি এগিয়ে নিয়ে এসেছি।

আলাদা করে সচিব সভা হয়েছে কি না-এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, না। আমাদের সাধারণ সভা হয়েছে। এটি সচিব সভা নয়, আলাদা সচিব সভা নয়। আমাদের যে কমিটি, সে কমিটির সভা।

আরও পড়ুন: অ্যাম্বুলেন্স চলাচল বন্ধের ঘোষণা

তিনি বলেন, আমাদের পক্ষ থেকে বিশেষ কোনো নির্দেশনা দেওয়া হয়নি। মিটিংয়ে সাধারণত যেসব জিনিস আলোচনা করি, সেটা আলোচনা করেছি। অনেকগুলো প্রস্তাব ছিল, কিছু নিয়োগ বিধি ছিল, অর্গানোগ্রাম অ্যাপ্রুভ করার বিষয় ছিল, সেগুলো করেছি আমরা।

মন্ত্রিপরিষদ সচিব বলেন, সরকারি হাসপাতালের নিয়োগ বিধি আমরা করে দিয়েছি। শিল্প মন্ত্রণালয়ের একটি প্রস্তাবও আমরা না করিনি। আমরা বলেছি এটি আইনের মাধ্যমে যেতে হবে। আইন প্রণয়নের পরামর্শ দিয়েছি।

আরও পড়ুন: মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ৫২

নির্বাচন নিয়ে কোনো আলোচনা হয়েছে কি না-জানতে চাইলে তিনি বলেন, এ সভায় এটা নিয়ে আলোচনা হয়নি। আমরা আলাদা কোনো সচিব সভা করিনি।

মাঠ প্রশাসনের নির্বাচনের আগে কীভাবে কাজ হবে, সে বিষয়ে আলোচনার প্রশ্নে মন্ত্রিপরিষদ সচিব বলেন, না। এ রকম কোনো বিষয়ে না।

আরও পড়ুন: পাবনায় জেলা প্রশাসকের সঙ্গে সাংবাদিকদের মতবিনিময়

মাহবুব হোসেন বলেন, প্রকল্প বাছাই করার ক্ষেত্রে, প্রকল্পে অর্থায়ন, যে ইন্টারন্যাশনাল উইন্ডোগুলো তৈরি হয়েছে সেখানে যাতে সচিবরা একটু বেশি নজর দেয়, সে বিষয় নিয়ে কথা হয়েছে।

নির্বাচনের আগে সরকারের মেগা প্রকল্প শেষ করার বিষয়ে কোনো আলোচনা হয়েছে কি না- এ প্রশ্নের জবাবে তিনি বলেন, না। ওইসব নিয়ে আলোচনা হয়নি।

আরও পড়ুন: ইতালি পৌঁছেছেন প্রধানমন্ত্রী

কয়েকজন সচিব জানিয়েছেন, সচিব সভা হয়েছে- একজন সাংবাদিক বিষয়টি জানিয়ে মন্ত্রিপরিষদ সচিবের দৃষ্টি আকর্ষণ করলে মাহবুব হোসেন বলেন, কোনো সচিব এ কথা বলে থাকলে তাকে জিজ্ঞেস করেন, আমাকে নয়।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

গাজায় গণহত্যার প্রতিবাদ কর্মসূচিতে সংহতি জানালো মুক্তিজোট

গাজায় গণহত্যার প্রতিবাদে সোমবার (৭ এপ্রিল) বিশ্বব্যাপী হরতাল পালনের আহ্বান জ...

কুমিল্লায় গোমতী নদীতে অবৈধ বালু উত্তোলন: ৬ ট্রাক জব্দ, ১ জনের জেল

কুমিল্লার গোমতী নদীর চরে অবৈধভাবে বালু উত্তোলনে ০৬...

ইসরায়েল নিশ্চিহ্নে হামাস ইরানের কাছে ৫০০ মিলিয়ন ডলার চেয়েছিল!

ইরান ও হামাস নিয়ে চাঞ্চল্যকর তথ্য দিয়েছেন ইসরায়েলে...

ঈদে কে কোন আসনে সক্রিয় ছিলেন এনসিপি নেতারা

পবিত্র ঈদুল ফিতরে অন্তত ৪০টি নির্বাচনী আসনে জনসংযো...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা