নিজস্ব প্রতিনিধি: নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূসের নামে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) কর্তৃক ১৫ কোটি টাকা কর দাবি করে করা নোটিশের বৈধতা চ্যালেঞ্জ করে করা তিনটি মামলা খারিজ আদেশ স্থগিত করেননি আপিল বিভাগ।
আরও পড়ুন: জি কে শামীমের ১০ বছর কারাদণ্ড
সোমবার (১৭ জুলাই) প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর নেতৃত্বাধীন আপিল বিভাগ এই আদেশ দেন। আগামী ২৩ জুলাই এ বিষয়ে শুনানির জন্য দিন ধার্য করেছেন আদালত।
গত ২৩ মে ১৫ কোটি টাকা কর দাবি করে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) নোটিশের বৈধতা চ্যালেঞ্জ করে নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূসের করা তিনটি আয়কর রেফারেন্স মামলার শুনানি শেষ হয়। ৩১মে মামলা তিনটি খারিজ করে দেন হাইকোর্ট।
আরও পড়ুন: তদন্ত কমিটি লিখেছে ‘নিবন্ধনের যোগ্য’
পরবর্তীতে ২২ জুন ড. মুহাম্মদ ইউনূসের করা তিনটি আয়কর রেফারেন্স মামলা খারিজ আদেশের বিরুদ্ধে আপিল বিভাগে আবেদন করা হয়।
মামলাসূত্রে জানা যায়, ২০১১-২০১২ করবর্ষে মোট ৬১ কোটি ৫৭ লাখ ৬৯ হাজার টাকা দানের বিপরীতে প্রায় ১২ কোটি ২৮ লাখ ৭৪ হাজার টাকা, ২০১২-২০১৩ করবর্ষে ৮ কোটি ১৫ লাখ টাকা দানের বিপরীতে প্রায় এক কোটি ৬০ লাখ টাকা এবং ২০১৩-২০১৪ করবর্ষে ৭ কোটি ৬৫ হাজার টাকা দানের বিপরীতে প্রায় এক কোটি ৫০ লাখ টাকা কর দাবি করে কর দাবি করে নোটিশ পাঠায় জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। এইসব নোটিশের বৈধতা চ্যালেঞ্জ করে মামলা করেন ড. ইউনূস। তার দাবি, আইন অনুযায়ী দানের বিপরীতে এনবিআর এই কর দাবি করতে পারে না।
সান নিউজ/আর