নিজস্ব প্রতিবেদক: জনগণের জন্য শেখ হাসিনার দ্বার সবসময় খোলা বলে মন্তব্য করেছেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার।
আরও পড়ুন: ১০ টাকায় চোখ পরীক্ষা প্রধানমন্ত্রীর
শনিবার (১৫ জুলাই ) নিয়ামতপুরে নিয়ামতপুর-পোরশা সড়কে বৃক্ষরোপন শেষে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, গ্রামীণ মানুষ সরকারি সহায়তা হিসেবে ভিজিডি পাচ্ছে, খাদ্যবান্ধব কর্মসূচিতে ১৫ টাকায় চাল পাচ্ছে। ঘরে ঘরে বিদ্যুৎ দিয়েছেন শেখ হাসিনা। গৃহহীণকে ঘর করে দিচ্ছেন তিনি। জনগণের জন্য শেখ হাসিনার দ্বার সবসময় খোলা রয়েছে।
খাদ্যমন্ত্রী বলেন, গাছপালা পৃথিবীর ফুসফুস। গাছপালা না থাকলে পৃথিবীতে কার্বন ডাই অক্সাইড বেড়ে যেত। এ কারণে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বৃক্ষরোপনের ওপর জোর দিয়েছেন।
মন্ত্রী আরও বলেন, গাছ শুধু লাগালেই বনায়ন হয় না। গাছের পরিচর্যা করতে হয়। সামাজিক বনায়ন কার্যক্রমে স্থানীয় জনগণকে সম্পৃক্ত করায় বনায়ন যেমন হচ্ছে তেমনি জনগণও লাভবান হচ্ছে।
সান নিউজ/এনকে