নিজস্ব প্রতিবেদক : চলতি মৌসুমে পবিত্র হজ শেষে সৌদি আরব থেকে দেশে ফিরেছেন ৫৩৩৬৮ জন হাজি।
আরও পড়ুন : ডোবায় ডুবে দুই শিশুর মৃত্যু
ধর্ম মন্ত্রণালয়ের হজ সম্পর্কিত সর্বশেষ বুলেটিনে এ তথ্য জানানো হয়।
এয়ারলাইন্স, সিভিল এভিয়েশন অথরিটি অব বাংলাদেশ, বাংলাদেশ হজ অফিস ঢাকা ও সৌদি আরব সূত্রে হেল্পডেস্ক জানিয়েছে, এবার হজ করতে গিয়ে এখন পর্যন্ত ১০৪ জন বাংলাদেশির মারা যাওয়ার খবর দিয়েছে ধর্ম মন্ত্রণালয়।
আরও পড়ুন : ২৬ পুলিশ কর্মকর্তাকে বদলি
এর মধ্যে সর্বশেষ বৃহস্পতিবার (১৩ জুলাই) ১ জন মারা গেছেন। সর্বশেষ মারা যাওয়া হাজীর নাম রহিমা আক্তার (৫২)।
হজ পোর্টাল থেকে জানা যায়, বৃহস্পতিবার পর্যন্ত ফিরতি ফ্লাইটের সংখ্যা ছিল ১৩৯ টি। এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স পরিচালিত ফ্লাইট ৫৫ টি, সৌদি এয়ারলাইন্স পরিচালিত ফ্লাইট ৫৭ টি ও ফ্লাইনাস এয়ারলাইন্স পরিচালিত ফ্লাইট ২৭ টি।
আরও পড়ুন : সংসদ বিলুপ্তের দাবি দুরভিসন্ধিমূলক
এবার হজে গিয়ে সৌদি আরবে এ পর্যন্ত মারা গেছেন ১০৪ জন হজযাত্রী। এর মধ্যে পুরুষ ৭৯ জন এবং নারী ২৫ জন। তাদের মধ্যে মক্কায় ৮৬, মদিনায় ৫, জেদ্দায় ১, মিনায় ৯, আরাফায় ২, মুজদালিফায় ১ জন মারা গেছেন।
সৌদি আরবের আইন অনুযায়ী, তাদের ঐ দেশেই দাফন করা হয়েছে।
আরও পড়ুন : ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়, খুশিতে আনন্দ শোভাযাত্রা
প্রসঙ্গত, গত ২৭ জুন পবিত্র হজ অনুষ্ঠিত হয়। এ বছর বাংলাদেশ থেকে মোট ১ লাখ ২২ হাজার ৮৮৪ জন হজ পালনের জন্য সৌদি আরব যান। হজযাত্রীদের প্রথম ফিরতি ফ্লাইট শুরু হয় গত ২ জুলাই। শেষ হবে আগামী ২ আগস্ট।
হজ পালন শেষে বিমান, ফ্লাইনাস ও সৌদিয়া এয়ারলাইন্সের মাধ্যমে দেশে আসা হাজিদের জমজমের পানি বিতরণ করছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।
আরও পড়ুন : ছাত্রলীগের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা
সৌদি কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী, হাজিরা ব্যক্তিগতভাবে নিজেদের সাথে জমজমের পানি পরিবহন করতে পারবেন না। এয়ারলাইনসের পক্ষ থেকে তা পরিবহন ও বিতরণ করা হবে।
নিয়ম অনুযায়ী, প্রতি হাজিকে ৫ লিটার করে জমজমের পানি সরবরাহ করা হচ্ছে বলে জানিয়েছে বিমান কর্তৃপক্ষ।
সান নিউজ/এনজে