নিজস্ব প্রতিবেদক : প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে সৌজন্য সাক্ষাত করবেন ঢাকায় সফররত মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের নাগরিক নিরাপত্তা, গণতন্ত্র ও মানবাধিকার বিষয়ক আন্ডার সেক্রেটারি উজরা জেয়া।
আরও পড়ুন : রাশিয়ার সিনিয়র জেনারেল নিহত
বৃহস্পতিবার (১৩ জুলাই) সকাল সাড়ে ৯ টায় গণভবনে প্রধানমন্ত্রীর সঙ্গে তিনি সাক্ষাৎ করবেন।
এদিকে বুধবার (১২ জুলাই) জরা জেয়ার নেতৃত্বে দেশটির প্রতিনিধিদল কক্সবাজারের উখিয়া বালুখালী রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেছেন।
আরও পড়ুন : বিএনপির ২ দিনের কর্মসূচি আসছে
প্রতিনিধিদলটি সকাল পৌনে ৯ টায় কক্সবাজার বিমানবন্দরে নামে। এ সময় বিমানবন্দরে তাদের স্বাগত জানান আরআরআরসি ও জেলা প্রশাসনের কর্মকর্তারা।
পরিদর্শনকালে আন্ডার সেক্রেটারি উজরা জেয়ার নারী ও শিশুদের মাঝে খাবারসামগ্রী ও ওষুধ বিতরণ করেন।
আরও পড়ুন : ডেঙ্গুতে একদিনে ৫ প্রাণহানি
প্রসঙ্গত, ৪ দিনের সফরে বাংলাদেশে এসেছেন উজরা জেয়া। মঙ্গলবার (১১ জুলাই) সন্ধ্যা ৬ টার পর ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন তিনি।
বাংলাদেশ নিয়ে নতুন মার্কিন ভিসানীতি ঘোষণার পর উজরা জেয়াই মার্কিন যুক্তরাষ্ট্রের কোনও জ্যেষ্ঠ প্রতিনিধি হিসেবে বাংলাদেশ সফর করছেন।
সান নিউজ/এনজে