নিজস্ব প্রতিবেদক : তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন, হ্যাক নয়, বরং সিস্টেমের দুর্বলতার কারণে তথ্য ফাঁস হয়েছে।
আরও পড়ুন : তিস্তায় নৌকাডুবে নিখোঁজ ৩
রোববার (৯ জুলাই) সকালে বঙ্গবন্ধু ইন্টারন্যাশনাল সাইবার সিকিউরিটি অ্যাওয়ারনেস অ্যাওয়ার্ডের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা জানান।
প্রতিমন্ত্রী বলেন, সরকারি কোনো ওয়েবসাইট হ্যাক হয়নি। ওয়েবসাইটের দুর্বলতার জন্য নাগরিকদের তথ্য উন্মুক্ত ছিল। সমস্যাটি সমাধানের চেষ্টা চলছে। ওয়েবসাইটের দুর্বলতার কারণে যেকেউ ব্যক্তিগত তথ্য দেখার সুযোগ পেয়ে যান, এ দায় এড়ানোর সুযোগ নেই।
আরও পড়ুন : ব্রাজিলে ভবন ধসে নিহত বেড়ে ১৪
প্রসঙ্গত, আর্ন্তজাতিক গণমাধ্যমকে উদ্ধৃত করে দেশের বিভিন্ন গণমাধ্যমে বাংলাদেশ সরকারের একটি ওয়েবসাইট থেকে দেশের লাখ লাখ নাগরিকের নাম, ফোন নম্বর, ই-মেইল ঠিকানা এবং জাতীয় পরিচিতি নম্বরসহ বিভিন্ন ব্যক্তিগত তথ্য ফাঁস হওয়ার খবর আসে।
এ ব্যাপারে শনিবার (৮ জুলাই) সরকারের সাইবার ইস্যু দেখভালকারী প্রতিষ্ঠান বিজিডি-ইগভ সার্ট সিচ্যুয়েশনাল অ্যালার্ট জারি করেছে।
আরও পড়ুন : ১২ জেলায় ঝড়ের পূর্বাভাস
সার্ট জানিয়েছে, তারা ডেটা সুরক্ষায় নিয়মিত কাজ করছে।
সরকারের এ সংস্থা থেকে নিয়মিত বিভিন্ন প্রতিষ্ঠানকে বিভিন্ন মাধ্যমে সাইবার মনিটরিং করা হয়। সেই সাথে তাদের প্রয়োজনীয় সহযোগিতা প্রদান করা হয়।
সার্ট বলছে, তথ্য ফাঁস ইস্যুতে কাজ করছে তারা।
আরও পড়ুন : মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ৬৩
দক্ষিণ আফ্রিকা ভিত্তিক আন্তর্জাতিক সাইবার নিরাপত্তা বিষয়ক প্রতিষ্ঠান বিটক্র্যাক সাইবার সিকিউরিটির গবেষক ভিক্টর মারকোপাওলোস দাবি করেন, বাংলাদেশ সরকারের একটি ওয়েবসাইট থেকে দেশের লাখ লাখ নাগরিকের নাম, ফোন নম্বর, ই-মেইল ঠিকানা এবং জাতীয় পরিচিতি নম্বরসহ বিভিন্ন ব্যক্তিগত তথ্য ফাঁস হয়েছে।
তিনি বলছেন, গত ২৭ জুন হঠাৎ করেই তিনি ফাঁস হওয়া তথ্যগুলো দেখতে পান। এর কিছুক্ষণের মধ্যে তিনি বাংলাদেশ সরকারের কম্পিউটার ইনসিডেন্ট রেসপন্স টিমের (বিজিডি ই-গভ সার্ট) সাথে যোগাযোগ করেন।
আরও পড়ুন : তথ্য ফাঁসে জড়িত কাউকে ছাড় নয়
মারকোপাওলোসের ভাষ্য অনুযায়ী, বাংলাদেশের লাখ লাখ নাগরিকের ব্যক্তিগত তথ্য ফাঁস হয়েছে। তথ্যপ্রযুক্তি বিষয়ক খবর প্রকাশ করা যুক্তরাষ্ট্র ভিত্তিক অনলাইন সংবাদ মাধ্যম টেকক্রাঞ্চ এ সংক্রান্ত খবর প্রকাশ করে এবং তথ্য ফাঁস হওয়ার খবরটির সত্যতা যাচাই করেছে বলে দাবি করে।
সান নিউজ/এনজে