নিজস্ব প্রতিবেদক : রাজধানীর ফার্মগেটে দুর্বৃত্তের ছুরিকাঘাতে মো. মনিরুজ্জামান নামে এক পুলিশ সদস্য নিহত হয়েছেন।
আরও পড়ুন : মায়ের পর চলে গেলেন দগ্ধ ছেলেও
শনিবার (১ জুলাই) সকালে ফার্মগেট সেজান পয়েন্টের সামনে এ ঘটনা ঘটে। তবে কারা তাকে হত্যা করেছে, তা নিশ্চিত জানা যায়নি।
নিহত মো. মনিরুজ্জামান তেজগাঁও ট্রাফিক বিভাগে কর্মরত ছিলেন। তার গ্রামের বাড়ি শেরপুর।
পুলিশের প্রাথমিক ধারণা, ছিনতাইকারীরা এ ঘটনা ঘটিয়ে থাকতে পারে।
আরও পড়ুন : ২০ জেলায় ঝড়-বৃষ্টির আভাস
বিষয়টি নিশ্চিত করে ডিএমপির তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) এইচ এম আজিমুল হক জানান, পুলিশ সদস্য নিহতের ঘটনা শুনেছি। তাকে তারা কি কারণে হত্যা করেছে, সে বিষয়ে আমরা এখনো নিশ্চিত নই। তবে আমরা আশঙ্কা করছি, সে ছিনতাইকারীর ছুরিকাঘাতে মারা গেছেন।
জানা যায়, সকালে ট্রাফিক পুলিশ সদস্য মনিরুজ্জামান ঈদের ছুটি শেষে ঢাকায় ফিরেছেন। তিনি ট্রেনে করে ঢাকায় এসে তেজগাঁও রেলস্টেশনে নেমে পায়ে হেটে কর্মস্থলে ফিরছিলেন। পথে ফার্মগেটের সেজান পয়েন্টের সামনে এ ঘটনা ঘটে। তার মরদেহ উদ্ধার করে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
সান নিউজ/এনজে