টাঙ্গাইল প্রতিনিধি: পবিত্র ঈদুল আজহাকে ঘিরে নাড়ীর টানে বাড়ি ফিরছে ঘরমুখো মানুষ। ফলে স্বাভাবিকভাবেই মহাসড়কে চাপ বেড়েছে।
আরও পড়ুন: অতিরিক্ত হাসিল আদায় করলে ব্যবস্থা
এদিকে ঢাকা-টাঙ্গাইল- বঙ্গবন্ধু সেতুর ওপরে দুর্ঘটনা ও গাড়ি বিকল হওয়ায় দফায় দফায় টোল আদায় বন্ধ ও চালকদের বেপরোয়া গাড়ি চালানোর কারণে মহাসড়কে দীর্ঘ ৮ কিলোমিটার এলাকায় যানজটের সৃষ্টি হয়েছে।
মঙ্গলবার (২৭ জুন) ভোর রাত থেকে বঙ্গবন্ধু সেতুর পূর্বপার থেকে টাঙ্গাইল জেলার কালিহাতীর হাতিয়া পর্যন্ত যানজটের সৃষ্টি হয়। এতে ঘরমুখো মানুষ বিপাকে পড়েছে।
আরও পড়ুন: ব্যবস্থা নিলে সংকট তৈরি হবে
পুলিশ জানায়, মঙ্গলবার ভোরে বঙ্গবন্ধু সেতুর ওপর দুই বার গাড়ির সংঘর্ষ ও এক বার গাড়ি বিকল হয়। এতে ভোর রাত ৩টার পর ১০ থেকে ১২ মিনিট, ৪টার পর প্রায় এক ঘণ্টা ও ৫ টা ৩০ মিনিট থেকে ৫ টা ৪৫ মিনিট পর্যন্ত টোল আদায় বন্ধ রাখে সেতু কর্তৃপক্ষ। এতে যানজট শুরু হয়।
আরও পড়ুন: সিইসির দুঃখ প্রকাশ
জেলার এলেঙ্গা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) জাহিদ হাসান বলেন, আমরা সড়কে দায়িত্ব পালন করছি।
গাড়ির টান শুরু হয়েছে। আশা করি, দ্রুত সময়ের মধ্যে স্বাভাবিক হবে বলেও জানান জাহিদ হাসান।
সান নিউজ/এইচএন