নিজস্ব প্রতিবেদক : জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-অফিসার ক্লাব সংলগ্ন পুকুর থেকে দুই শিশুর লাশ উদ্ধার করা হয়েছে।
আরও পড়ুন : হজ পালনে সৌদি যাচ্ছেন শুক্রবার
বুধবার (২১ জুন) বিকেল ৩টার দিকে দুই শিশুর লাশ উদ্ধার করে বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
মৃত শিশুরা হলো- বিশ্ববিদ্যালয়ের বিদ্যুৎ অফিসের কর্মচারী জাকির হোসেনের ছেলে মো. রায়হান (১০)। সে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় স্কুল অ্যান্ড কলেজের দ্বিতীয় শ্রেণির ছাত্র। আরেক শিশু ইসলামনগর এলাকার বাসিন্দা বিল্লাল হোসেনের ছেলে মারুফ হোসেন (৮)। সে ইসলামনগর মডেল একাডেডির প্রথম শ্রেণির ছাত্র।
আরও পড়ুন : গ্রিসে ৩০০ পাকিস্তানি নিহত
বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টারের উপপ্রধান ডা. রিজওয়ানুর রহমান বলেন, ফায়ার সার্ভিসের কর্মীরা দুই শিশুকে উদ্ধার করে মেডিকেলে নিয়ে আসেন। ততক্ষণে তারা মারা গেছে। তারপরও আমরা তাদের সাভারের গণস্বাস্থ্য কেন্দ্রে রেফার করি।
সাভার ফায়ার সার্ভিস স্টেশনের সিনিয়র কর্মকর্তা নূরুল ইসলাম জানান, দুপুরে বিশ্ববিদ্যালয়ের এক ছাত্র জানায় পুকুরে এক শিশু ডুবে গেছে। তাৎক্ষণিক ঘটনাস্থলে আমাদের উদ্ধার কর্মীরা উপস্থিত হন। সেখান থেকে পানিতে ডুবে যাওয়া দুই শিশুর লাশ উদ্ধার করা হয়।
আরও পড়ুন : রাসিক নির্বাচন, খায়রুজ্জামান লিটন এগিয়ে
রায়হানের চাচা কামাল হোসেন বলেন, সকালে রায়হান ইসলামনগর বাজারে প্রাইভেট পড়তে যায়। পরে তারা ফুটবল খেলা শেষ বিশ্ববিদ্যালয়ের পুকুরে গোসল করতে নামলে ডুবে মারা যায়।
সান নিউজ/এমআর