সান নিউজ ডেস্ক : চলতি বছরে বাংলাদেশ থেকে এ পর্যন্ত ৭৯০৪৪ জন হজযাত্রী সৌদি আরব পৌঁছেছেন। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৯৩৮৬ ও বেসরকারি ব্যবস্থাপনায় ৬৯৬৫৮ জন হজযাত্রী।
আরও পড়ুন : জেনেভায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী
বুধবার (১৪ জুন) রাত ১ টা ৫৯ মিনিটে হজ সম্পর্কিত সবশেষ বুলেটিনে এ তথ্য জানানো হয়।
এয়ারলাইন্স, সিভিল এভিয়েশন অথরিটি অব বাংলাদেশ, বাংলাদেশ হজ অফিস ঢাকা এবং সৌদি আরব সূত্রে হেল্পডেস্ক জানিয়েছে, এবার হজ মৌসুমে এখন পর্যন্ত ১ লাখ ১৫ হাজার ৪ টি ভিসা ইস্যু করা হয়েছে।
হজ পালন করতে গিয়ে এ পর্যন্ত ১৭ জন হজযাত্রীর মৃত্যু হয়েছে। এর মধ্যে ১৪ জন পুরুষ ও ৩ জন নারী। তাদের মধ্যে মক্কায় মারা গেছেন ১৪ জন এবং মদিনায় ৩ জন।
আরও পড়ুন : দেশে হু হু করে বাড়ছে ডেঙ্গু
সবশেষ গতকাল মঙ্গলবার (১৩ জুন) মারা যাওয়া ব্যক্তির নাম মাকফুরা খাতুন (৬১)।
এদিকে মঙ্গলবার রাতে বাংলাদেশ হজ মেডিকেল সেন্টার (মক্কায়) ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (হজ) এবং প্রশাসনিক দলের দলনেতা মো. মতিউল ইসলামের সভাপতিত্বে হজ মেডিকেল টিমের সাথে একটি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
আরও পড়ুন : মৃত্যু ও শনাক্তে শীর্ষে রাশিয়া
এ সভায় বাংলাদেশ থেকে আসা হজযাত্রীদের স্বাস্থ্য সেবা দেওয়ার বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। এ সময় উপস্থিত ছিলেন- কাউন্সিলর (হজ) মো. জহিরুল ইসলাম, প্রশাসনিক দলের সদস্য এবং চিকিৎসক দলের দলনেতাসহ অন্যান্য সদস্যরা।
প্রসঙ্গত, সৌদি আরবে চাঁদ দেখা সাপেক্ষে, আগামী ২৭ জুন হজ অনুষ্ঠিত হতে পারে। এবার হজ কার্যক্রমে অংশগ্রহণকারী হজ এজেন্সির সংখ্যা ৬০৩ টি। হজ ফ্লাইট শুরু হয়েছে ২১ মে এবং শেষ হজ ফ্লাইট ২২ জুন।
আরও পড়ুন : নাইজেরিয়ায় নৌকা ডুবি, নিহত ১০৩
এছাড়া হজযাত্রীদের প্রথম ফিরতি ফ্লাইট ২ জুলাই। শেষ ফিরতি ফ্লাইট ২ আগস্ট।
সান নিউজ/এনজে